মোমবাতি প্রজ্জলন
লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ২২ মে, ২০১৩, ১১:৪৯:৩৮ সকাল
মোমবাতি বা প্রদীপ প্রজ্জলন ইসলামে নিষেধ নয়। ইহাতে কোন দোষের বা গোনাহের কিছূ নাই যদি তা শুধুমাত্র ‘আলো’ ও ‘তাপ’ পাওয়ার উদ্দেশ্যে হয় (যে আমি এই মোমবাতি বা প্রদীপ জালালে ‘আল্লাহ’ আমাকে বা আমাদেরকে আলো ও তাপ প্রদান করবেন)। কিন্তু মোমবাতি বা প্রদীপ প্রজ্জলন যদি ইহা ব্যতিত অন্য কোন উদ্দেশ্যে হয় যেমন ঃ
# মোমবাতি বা প্রদীপ প্রজ্জলন করলে কোন আন্দোলন শক্তিশালী হবে।
# মোমবাতি বা প্রদীপ প্রজ্জলন করলে ‘সরকার’ বা কোন ‘গোষ্ঠির’ কাছ থেকে বিশেষ কোন দাবী বা ফায়দা হাসিল হবে।
# মোমবাতি বা প্রদীপ প্রজ্জলন করলে বিশেষ কোন প্রার্থণা প্রভূর কাছে কবুল হবে ।
# কোন মূর্তি বা ভাস্কর্যের কাছে মোমবাতি বা প্রদীপ প্রজ্জলন করলে কোন দাবী দাওয়া আদায় হবে।
# একইভাবে জাগতিক বা আত্বিক কোন ফায়দা বা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মোমবাতি বা প্রদীপ প্রজ্জলন করলে। ইত্যাদি
তাহলে সেখানে দোষের বা গোনাহের বিষয় বিদ্যমান। এবং সেটা হয়ে যাবে অগ্নি পুজার শামীল যা মুসলিমদের জন্য ভয়ংকার শিরক/কুফরির গোনাহ (মুসলিম ব্যতিত অন্যান্য ধর্মের অনুসারিদের জন্য পূণ্যের)। সে ক্ষেত্রে ঐমুসলিমগণ ‘ঈমান’ হারা হয়ে যাবে। আর যখন মুসলমানের ঈমান থাকেনা তখন সে মুসলিম থেকে খারিজ হয়ে যায়।
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন