পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কেয়ারটেকার মঞ্চ প্রতিষ্ঠিত করুন।

লিখেছেন লিখেছেন Deshe ২৪ অক্টোবর, ২০১৩, ০৩:৩৫:৩৮ দুপুর



পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কেয়ারটেকার মঞ্চ প্রতিষ্ঠিত করুন। বাংলাদেশ আওয়ামী লীগ (বাল) যতক্ষন সংসদে কেয়াটেকার বিল পাশ না করবে ততক্ষন পর্যন্ত এই কেয়ারটেকার মঞ্চ চলবে। জনগন আওয়ামী লীগ দেখলেই কুকুরের মত পেটাবে। অবিলম্বে তাই কেয়ারটেকার মঞ্চ প্রতিষ্ঠিত করুন। বিএনপি কেন আলোচনার কথা বলবে? এখন তো আওয়ামী লীগ বিপদে। আলোচনার কথা বলা মানে আওয়ামী লীগের স্বস্থি। এই বার ভুল করলে চলবে না। এখন ই প্রতিশোধ নিতে হবে। বাংলার আকাশ বাতাশ শত শত মায়ের বুক ফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে। । হাজার হাজার মজলুম চেয়ে আছে দেশের সাহসী তুরনদের দিকে। টেকনাফ তেকে তেতুলিয়া ঘেরাও করে যা করার তা করুন। এই লড়াই শত হাজার তরুনের ক্যারিয়ারের লড়াই। এই লড়াই ইসলাম রক্ষার লড়াই। এই লড়াই মুসলিম সভ্যতা রক্ষার লড়াই। এই লড়াইয়ে পিচপা হবার সুযোগ নাই।

বিষয়: বিবিধ

১৬৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File