বিডিটুডে ব্লগ আবারো স্বরূপে যেন প্রান ফিরে পাওয়া।

লিখেছেন লিখেছেন Deshe ২২ সেপ্টেম্বর, ২০১৩, ১১:০০:২৯ সকাল





দীর্ঘদিন যাবৎ আমার প্রিয় ব্লগ বিডিটুডেতে লিখে যাচ্ছি। প্রতিদিন আহার করার মত বিডি ব্লগ এ লিখা আমার নেশাতে পরিনত হয়েছিল। হৃদয়ের যত রক্তক্ষরন সবই ব্যক্ত করতাম এই ব্লগ এ। কিছু দিন যাবত বিডিটুডে ব্লগ এ লিখতে পারছিলাম না। এই ব্লগে লিখতে না পেরে খাবারেও অনীহা হচ্ছিল। অনেক দিন পর আজ আবার যখন লিখছি খুব ভাল লাগছে। আমার এই প্রিয় ব্লগ যেন আর বন্ধ না হয় তার জন্য সম্পাদক সাহেবকে কিছু পরামর্শ দিব। বিডি টুমোরো নামে এখন আমরা বিডি টুডে দেখতে পাচ্ছি। এই বার্তা টা আমরা অগ্রীম চাই। টুডের অনেক ব্লগার হতাশ হয়ে ব্লগ থেকে বিমূখ হয়েছেন। সম্পাদকের দপ্তর থেকে তাই আগেই ঘোষনা চাই যে, বিডি টুমোরোও যদি বন্ধ করা হয় পরবর্তীতে এর কি নাম হবে। তা হলে ব্লগাররা জানতে পারবে বিকল্প ভাবে কিভাবে এই ব্লগ এর সন্ধান পাওয়া যায়। পূর্বের মতই নিরপেক্ষ ব্লগ হিসেবে বিডিটিুডের দীর্ঘায়ু কামনা করছি।

বিষয়: বিবিধ

১৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File