সরকারী টাকা খরচ করে,সরকারী সুবধা ভোগ করে নির্বাচনী প্র্রচারনা করছেন হাসিনা। ততবাবধায়ক সরকার এজন্যই ভাল লাগে না?

লিখেছেন লিখেছেন Deshe ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:২৫:২৬ বিকাল

সরকারী টাকা খরচ করে,সরকারী সুবধা ভোগ করে নির্বাচনী প্র্রচারনা করছেন হাসিনা। এই জন্যই তত্বাবধায়ক দরকার। যদি তত্বাবধায়ক সরকার না আসে হাসিনা এসনভাবেই নির্বাচনী প্রচারনা চালাবেন। ক্ষমতার দাফটে এমনভাবে মানুষকে হাসিনা তার বক্তব্য শুনতে বাধ্য করবেন। ঠিক এখন যেমন করছেন। হাসিনার ইঙ্গিতেই সরকারবিরোধী দুটি মিডিয়া বন্ধ করা হেয়েছে । অন্যরাও আতঙ্কে আছে এই ভয়ে কখন যেন বন্ধ হয়ে যায় এই ভয়ে। বর্তমানে কঠিন তম দালালি করছে মিডিয়াগুলো। তত্বাবধায়ক সরকার না আসলে এই ভাবেই খোলা মাঠে গোল দেওয়ার স্বপ্ন দেখছেন হাসিনা। চামড়া হাড়ানোর ভয়ে তত্বাবধায়ক সরকারকে ভয় পাচ্ছে এই সরকার। বিশ্বের অন্যতম হিংসুটে সরকার হল বর্তমান সরকার। এই এক পেশে সরকার এর অধীনে কোন ইলেকশনে গেলে বিএনপি কে কোন মতেই জিততে দিবে না। ভোট চুরি করার মহা পরিকল্পনায় মগ্ন এই সরকার।

বিষয়: বিবিধ

১৪০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File