যে কারনে দিগন্ত টিভি বন্ধ করা হল একই কারনে কেন অন্য চ্যানেলগুলো বন্ধ করা হল না ? এক ছাগলের নীতি । দেশের সবাই কি বোকার স্বর্গে বসবাস করছে?

লিখেছেন লিখেছেন Deshe ২১ আগস্ট, ২০১৩, ১১:৫০:৫০ সকাল





কি অপরাধ ছিল দিগন্ত টিভির? অপরাধ ছিল তারা নাকি ধর্মীয় উস্কানি দিয়ে একটা অরাজনীতিক দলের অনুষ্ঠান লাইভ দেখিয়েছে।

এই ধরনের একটা পোগ্রাম লাইভ দেখালে,ধর্মীয় উস্কানি দেওয়া হয়। এই থিউরিটি দিয়েছেন প্রায়:শ ভোটে জামানত হারানো ছাগল,নডির পোলা নাস্তিক হাসানুল হক হক ইনু ।

যখন শাহবাগে কিছু ছেলে মেয়ে জবাই কর ,জালিয়ে দাও, পুড়িয়ে দাও বলে শ্লোগান দেয় তখন কি বাংলদেশের মানুষ হত্যার উস্কানি দেওয়া হয়নি?

এই উস্কানি মূলক বিষয় গুলো তখন দিগন্ত এবং ইসলামিক টিভি ছাড়া প্রায় সকল সরকার সমর্থক চ্যানেলই দিন রাতে অনবরত লাইভ দেখিয়েছিল।

এই লাইভ দেখানোর ফলেই ইসলামী ব্যাংকের অনেক শাখায় আগুন দেওয়া হয়েছিল ,এছাড়া এই ধরনের উস্কানির ফলেই অনেক অনেক মানুষ খুন হয়েছিল। আহত হয়েছিল। তখন কিন্তু ঐ নডির পোলা এসব দেখেনি বা ঐ সব চ্যানেল বন্ধ করারও প্রয়োজন বোধ করেননি।

অথচ গভীর রাতে একটা অরাজনীতিক দলের যে অনুষ্ঠান দিগন্ত দেখিয়েছিল তা দেখে দেশে কোন অরাজক পরিস্থিত সৃষ্টি হয়নি।

বা কোন গন্ডগোলও হয়নি। অন্তত দিগন্ত টিভি দেখে দেশে কোন অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়নি। কারন অনুষ্ঠানটি যখন লাইভ দেখানো হচ্ছিল তখন ছিল গভীর রাত ।

ধর্মীয় উস্কানির ন্যুনতম বিষয়ও না থাকাতে তাহলে কেন এই দ্বিমুখী নীতি?

নডির পোলার আসলে কোন নীতি আছে বলে মনে হয় না। সারা জীবন এই নডির পোলা সমাজতন্ত্র সমাজতন্ত্র বলে চিৎকার করেছে অথচ এখন সেই নডির পোলা সমাজতন্ত্রের চরম দুশমন পুজিবাদের রক্ষাকবজের ভূমিকায়ই অবতীর্ন নয়, পুজিবাদের তথ্যমন্ত্রীও বটে। হায়রে নডির পোলার নীতি?

নডির পোলার জামানাত বাজেয়াপ্ত হয় অথচ দুই দুই বারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতারিত করার হুমকি দেন!





বিষয়: বিবিধ

১৪৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File