অনির্বাচিত এবং নিরপেক্ষ প্রেক্ষিত বাল (বাংলাদেশ আওয়ামী লীগ) থিউরি।

লিখেছেন লিখেছেন Deshe ৩১ জুলাই, ২০১৩, ০১:২৬:১৬ দুপুর





আওয়ামী লীগ অনির্বাচিত প্রছন্দ করেনা। তাই তত্বাবধায়ক মানি না। এটা সবারই জানা। অথচ সরকার ঢাকা সিটি কর্পোরেশন গুলো অনির্বাচিতদের দিয়ে চালাচ্ছে । একই ভাবে ৬৪ টি জেলা প্রশাসকও অনির্বাচিত। এমনকি স্পিকারও অনির্বাচিত। এমনকি রাষ্ট্রীয় প্রায় সব নিরপেক্ষ প্রতিষ্ঠান গুলোর প্রধানও অনির্বাচিত। যেমন দুদক,মানবাধিকার কমিশন,আইন কমিশন,নির্বাচন কমিশন সবই পরিচালিত হচ্ছে অনির্বাচিতদের দিয়ে। নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্বে যে ব্যাক্তি সেই ব্যাক্তিও অর্থ্যাৎ প্রধান নির্বাচন কমিশনও অনির্বাচিত। বালের মতে শুধু তত্বাবধায়ক সরকার নির্বাচিত হইতে হবে। মাদারি চুদেরা মগের মুল্লুক তাই না? দাদারে চুদার কাহিনী শিখাও। রোজা রমজানের দিন মেজাজ খারাপ করলি। তারা তারি তত্বাবধায়ক সরকার দে। যেই তত্বাবধায়ক তত্বাবধায়ক কইরা দেশটারে ধবংস করে দিছিলি । তখন এই কথা মনে ছিল না। জেলে গেলে খালেদাও যাবে। তবুও তত্বাবধায়ক চাই। তোরা চুরি করলে তো জেলেই যাবি। তাতে জনগনের কিচু যায় আসে না।

বিষয়: বিবিধ

১৬৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File