যারা আল্লামা শফি সাহেবের সমালোচনা করছেন তারা কারা ? কি তাদের পরিচয়। তারা আসলে কি চায়? তাদের অতীত কি? তাদের চাওয়া পাওয়া কি?

লিখেছেন লিখেছেন Deshe ১৪ জুলাই, ২০১৩, ১০:০১:০৯ সকাল



যারা আল্লামা শফি সাহেবের সমালোচনা করছেন তারা কারা ? কি তাদের পরিচয়। তারা আসলে কি চায়? তাদের অতীত কি? তাদের চাওয়া পাওয়া কি? আমরা একটু তাদের পরিচয় খুজার চেষ্টা করলেই দেখতে পারব। তারা হয় আওয়ামী লীগ । না হয় বাম পন্থি নাস্তিক। তারা কোন না কোন সময় আমাদের ইসলাম ধর্মের বিরোধীতা করেছিল । ইসলামকে খাটো করার জন্য তারা সময় লেগে থাকে। সুতারং এই নাস্তিক বাম-আওয়ামীদের কথা বার্তা বিশ্বাস বা মাতামাতি না করাই উত্তম। আমার একটি প্রশ্ন সবার কাছে-------

কোন কথাটাা ইসলাম সম্মত কোন কথাটি ইসলাম সম্মত নয় তা বুঝার জন্য কি এই নাস্তিকদের বয়ান শুনতে হবে?

এই নাস্তিকদের তো ইসলাম সম্পর্কে ন্যুনতম জ্ঞান নাই। কে কতটুকু ইসলাম দরদী তা তো আমরা বাস্তবে দেখছি না?

মাওলানার একটি কথা নিয়ে নাস্তিকরা যেভাবে মাতামাতি করছে তা দেখে মনে হয় তারাই ইসলামের ধারক –বাহক? নাাউজুবিল্লাহ।

এই গোষ্টি কিছুদিন আগে সিটি নির্বাচনে সম্মিলিত প্যানেল দিয়েও হেরে গেছে এক মাত্র এই্ হেফাজতের কারনে । তাই তারা এই অপপ্রচারে নেমেছে।এরা ইসলাম বিরোধী নাস্তিক ছাড়া কেই নয়।

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File