গর্জে ওঠো সকল ক্ষেত্রে মেধার অবমূল্যায়নের বিরুদ্ধে। মেধাবীদের দাবী আদায়ের মঞ্চে পরিনত হোক শাহবাগের এই চত্বর।
লিখেছেন লিখেছেন Deshe ১১ জুলাই, ২০১৩, ১১:০২:২৩ সকাল
বিশ্বে যত আন্দোলন /বিপ্লব হয়েছে সরকারের বিরুদ্ধে জনতার জাগরন। বিগত মাস কয়েক আগে আমরা শাহবাগে দেখলাম সরকারের ইঙ্গিতে সরকার সমর্থক কিছু বাম পন্থির নাছানাছি। সরকারের লাভ হয় এমন দাবি নিয়ে আন্দোলন করল তারা। যেটাকে মোটেও জনতার আন্দোলন বলা যায় না। বর্তমানে শাহবাগ এ মেধাবীরা যে আন্দোলন করছে তা নি:সন্দেহে গনজাগরন বলা যায়। কারন এটা কোন রাজনীতিক ফায়দা হাসিলের আন্দোলন নয় । এটা হল অযোগ্যদের বিরুদ্ধে মেধাবীদের আন্দোলন। দীর্ঘদিনের পঞ্জিভূত ক্ষোভের বহি:প্রকাশ আজকের শাহবাগের এই আন্দোলন। সরকার এই আন্দোলনকে নষ্ট করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে। এই ফাঁদে পড়া যাবে না।মেধাবীদের অন্যন্য দাবী গুলো এর সাথে যুক্ত করতে হবে। যেমন বিশ্বের অন্যন্য উন্নত এবং প্রতিবেশী রাষ্ট্রের মত চাকরিতে প্রবেশের বয়স সীমা ন্যুনতম ৩৫ করার দাবিটি সামনে আনতে হবে। জয় হোক মেধাবিদের। মেধাবীদের দাবী আদায়ের মঞ্চে পরিনত হোক শাহবাগের এই চত্বর। গর্জে ওঠো সবাই মেধার অবমূল্যায়নের বিরুদ্ধে।
বিষয়: বিবিধ
৮৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন