যুদ্ধাপারাধ বিচারের আড়ালে আওয়ামী লীগ আসলে কি চায়? রিলেটেড কিছু কথা
লিখেছেন লিখেছেন Deshe ০৩ জুলাই, ২০১৩, ১২:৪৭:৪৬ দুপুর
জামায়াত বিএনপির জোটে যোগ দেওয়াতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্টতা পেয়েছিল। আওয়ামী লীগ দেখল এভাবে জোট বদ্ধ নির্বাচন হলে আওয়ামী লীগ এর পক্ষে ভবিষতে নির্বাচনে জেতার কোন সম্ভাবনা রইবে না। তাই জামায়াতকে চিরতরে খতম করে নির্বাচনে জেতার জন্য প্রথমে অপপ্রচার তারপর জামায়াতের সকল নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার মত সিদ্ধান্ত নেয়। আর এ প্রদক্ষেপ গ্রহন করতে সামনে থেকে ইন্দন দেয় বাম পন্থিরা। শুধু মাত্র নির্বাচনে জেতার জন্য তারা এসব করেছিল। আওয়ামী লীগ ভাল করে জানে জামায়াত নেতারা স্বাধীনতার সময় কি করেছিল। জামায়াত নেতারা তখন শুধু পাকিস্থানের অখন্ডতা রক্ষার জন্য বিবৃতিতেই সীমাবদ্ধ ছিল । স্বাধীনতার বিরোধীতা এবং যুদ্ধাপারাধ সম্পূর্ন ভিন্ন বিষয়। জামায়াত নেতারা বলেছেন তারা ৭১ এ কোন যুদ্ধই করেন নি তাহলে তারা যুদ্ধপরাধ কি ভাবে করেছেন। সরকার তখন বলল তারা যুদ্ধপরাধীর বিচার করছে না,করছে মানবতাবিরোধী অপরাধের বিচার। ৭১ এ একটি এলাকায় যত ঘটনা ঘটেছে ঐ সব ঘটনা উল্লেখ করে জামায়াত নেতাদের নামে মামলা করা হচ্ছে। বাকিটা তো সকলের জানা। মুখের শুনা কথা,পেপার কাটিং এই হল রাষ্ট্রপক্ষের মূল ডকুমেন্ট! [b]
[/b]
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন