শেখ হাসিনা বলেছেন বিশ্বে অন্যন্য গনতান্ত্রিক দেশে যেভাবে ইলেকশন হয় বাংলাদেশেও সেভাবে হবে। কিন্তু বাংলাদেশ তো কোন গনতান্ত্রিক দেশই না----

লিখেছেন লিখেছেন Deshe ০১ জুলাই, ২০১৩, ০১:৫৬:১৩ দুপুর

বাংলাদেশ কি আসলে কোন গনতান্ত্রিক দেশের থিউরিতে পড়ে? এ সম্পর্কে The daily star এ গত ২১.১.২০১৩ তারিখের প্রকাশিত একজন পাঠকের লেখা এখানে উল্লেখ করছি--

The definition of democracy is said to be "Government of the people, by the people, for the people". Then there are countries that have tailored democracy to the benefit of their people so that their basic human rights are protected, while at the same time they can elect or vote their leaders out of office. Is Bangladesh a democracy?

In Bangladesh, democracy has somewhat degenerated into a license to deeds evil: killing innocent people in broad daylight, committing outrage to innocent schoolgirls including children, and to do whatever one's distorted mind wishes to do with impunity. That is democracy in Bangladesh. This democracy is not what we gave lives for. This democracy is not what we want for our progeny. Where is the Rule of Law?

How is bail being enlarged t o the murderer and rapist of the 5-year-old girl? This is my message to all the fathers and parents of the victims of rape and murder: Get hold of the murderer or rapist, gather all the people of the village, hang the man from the tallest tree, and leave him there for all to see. Let him hang there until everyone knows what he did. There is no Rule of Law in Bangladesh, and we are, unfortunately, living in a 'mock democracy'.

বাংলাদেশ এ বর্তমানে যে হিংসার রাজনীতি চরছে তা থেকে একথা বলা যায় না যে, বাংলাদেশে গনতন্ত্র বলতে কিছু আছে। যা আছে তা শুধু কাগজে কলমে। এখানে যারা ক্ষমতায় থাকে তাদের মামলা আদালত থেকে প্রত্যাহার করা হয়। সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। বিচারের নামে জাতীয় নেতাদের শুধু মাত্র বিরোধী দলের সদস্য হবার কারনে হত্যার পরিকল্পনা করা হয়,এক নেত্রী আরেক নেত্রীকে(সাবেক প্রধানমন্ত্রী) ঈদের একদিন আগে বাড়ি থেকে বের করে দেন। যা বিশ্বে নজিরবিহীন। যেখানে পাখির মত বিনা বিচারে মানুষ হত্যা করা হয় ইত্যাদি ইত্যাদি । সেটা আবার কিসের গনতান্ত্রিক দেশ। সুতারং বাংলাদেশে যে গনতন্ত্র চলছে তা বিশ্বে নজীরবিহীন। বিশ্বের অন্যান্য গনতান্ত্রিক দেশে যে পরমত চর্চার যে কালচার দেখা যায় তা বাংলাদেশে দিবাস্বপ্ন বা কল্পনাও করা যায় না। তাই বিশ্বের অন্যান্য গনতান্ত্রিক দেশের সাথে বাংলাদেশের তুলনাও চলে না। ঐ সব দেশে তাই এক দল আরেক দলের প্রতি আস্থা আছে। তাইতো ঐ সকল দেশে জাতীয় কোন ইলেকশন আয়োজন নিয়ে সন্দেহ অবিশ্বাসের প্রশ্ন আসে না।

জামায়াত বিএনপির জোটে যোগ দেওয়াতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্টতা পেয়েছিল। আওয়ামী লীগ দেখল এভাবে জোট বদ্ধ নির্বাচন হলে আওয়ামী লীগ এর নির্বাচনে জেতার কোন সম্ভাবনা রইবে না। তাই জামায়াতকে চিরতরে খতম করে নির্বাচনে জেতার জন্য প্রথমে অপপ্রচার তারপর জামায়াতের সকল নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার মত সিদ্ধান্ত নিতে পারে যে দল তারা ভবিষ্যতে কি না করতে পারে ? শুধু মাত্র নির্বাচনে জেতার জন্য তারা এসব করেছিল।

মাননীয় প্রধানমন্ত্রীকে তাই এসব খোঁড়া অজুহাত বাদ দিয়ে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে ইলেকশন দিতে হবে। জনগন আপনাকে নিরপেক্ষ মনে করে না। ৯০% জনগন আপনাকে বিশ্বাস করে না।

বিষয়: বিবিধ

১৭০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File