কোথায় আগাতলা আর কোথায় চকির তলা!!!!!!!!!!

লিখেছেন লিখেছেন Deshe ১৬ জুন, ২০১৩, ০২:৫৪:১৪ দুপুর

সিটি নির্বাচনে গো হারা হারার পর সরকার এখন বলছে বর্তমান সরকারের অধীনে নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব। এটাই নাকি প্রমানিত হয়েছে!!!!!!!!

এই নির্বাচনে সরকার ছোট খাট চুরি যে করেনি তা ঠিক নয়। ছোট খাট ডিজিটাল চুরি না করলে জামানত বাজেয়াপ্ত হত। তবে আলোড়ন সৃষ্টিকারী চুরি করেননি এজন্য যে,এই নির্বাচনে সরকার পরিবর্তন হয় নাই। মাইর দিমু শেষ রাইতে । আগর তলা এবং চকির তলা যেমন একই না ঠিক

সিটি নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন একই না। জাতীয় সংসদ নির্বাচনে সরকা পরবর্তন হয়। নিজেদের পরাজয় সরকার বসে বসে দেখবে ? নাড়াচড়া মন্ত্রী ম. খা,আর ভাষায়:- সরকার কি বসে বসে আঙ্গুল চুসবে।

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এটা বিন্দু মাত্র প্রমানিত ত হয়নি বরং বিএনপির নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীর প্রতি সিটি নির্বাচনে মানুষ একাত্নতা জানিয়েছে। এই সরকারের সকল কর্মকান্ডের প্রতি ধিক্কার জানিয়েছে মানুষ।

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File