বিচারক নিয়োগে কেন নীতিমালা প্রনয়ন করা হবে না?

লিখেছেন লিখেছেন Deshe ১০ জুন, ২০১৩, ১১:৩৭:৪৪ সকাল

King can do no wrong .অর্থ্যাৎ রাজা কোন ভুল করতে পারে না। ইংল্যান্ডে এই প্রবাদটির ভালভাবেই প্রচলন এবং কার্যকর ছিল এবং আছে। ইংল্যান্ডে শুধু তৎকালীন রাজা/রানীরা-ই নয়, বিচারকরা (লর্ড) কোন ভুল রায়/আদেশ দিলেও তা ভুল হিসেবে দেখা হতো না, তা শুদ্ধ হিসেবে দেখা হতো। অর্থ্যাৎ তাদের অসীম ক্ষমতা প্রয়োগের কথা বলা আছে।

বাংলাদেশের বেশির ভাগ আইনই ব্রিটিশদের ধার করা আইন দ্বারা পরিচালিত হয়। উপরে উল্লেখিত ব্রিটিশ বিচারকদের মত বাংলাদেশের আইন ব্যবস্থায়ও বিচারকরা এই ক্ষমতা (Inherent powers of Court) ভোগ করে থাকেন।যেমন:-

THE CODE OF CIVIL PROCEDURE, 1908 এর ৫১ ধারা বিচারকদের এই ক্ষমতা প্রয়োগের কথা বলা আছে।

৫১ ধারায় বলা আছে যে,Nothing in this Code shall be deemed to limit or otherwise affect the inherent power of the Court to make such orders as may be necessary for the ends of justice or to prevent abuse of the process of the Court.

ব্রিটিশরা দিন দিন সভ্যতার উচ্চ শিখরে উঠেছে। অথচ বিংশ শতাব্দীতে দাড়িঁয়ে বাংলাদেশের মত একটি দেশের প্রধান সমস্যা এখনো ক্ষুধা-দ্রারিদ্রতা,অজ্ঞতা। এ কারনে দেশটির প্রতিটি সেক্টরে দূর্নীতির ছড়াছড়ি। বাংলাদেশের বিচার ব্যবস্থায় বিচারকরাও কত টুকু সঠিক তা সকলেরই জানা আছে। তাদের শুরুটাই যদি খারাপ হয় তাহলে তাদের কাছ কোন ন্যায় বিচার আশা করা যায় না। এ সম্পর্কে বার কাউন্সিলের বর্তমান ভাইস -চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অভিজ্ঞতা,দক্ষতা,সততা এমন কি শিক্ষাগত যোগ্যতার মান বিচার না করে শুধু মাত্র ক্ষমতাসীন দলের সম্পৃক্ততা বিবেচনা করে কোন কোন ক্ষেত্রে হাইকোর্টের বিচারক নিয়োগ করা হয়। বিচারকের নামে যদি হত্যা মামলার অভিযোগ থাকে,কোন বিচারক শিক্ষা ক্ষেত্রে যদি একাধিক ৩য় শ্রেনী প্রাপ্ত হন , তাহলে তাদের কাছ থেকে কিভাবে ন্যায় বিচার পাওয়া যাবে। আজ পর্যন্ত সরকার বিচারক নিয়োগ নীতি মালা প্রনয়ন করেন নি। বিগত তত্বাবধায়ক সরকার রাজনৈতিক ভাবে বিচারক নিয়োগ বন্ধের লক্ষ্যে,সৎ ,দক্ষ, মেধাবী বিচারক নিয়োগের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ-২০০৮ প্রনয়ন করলেও বর্তমান সরকার তা আইনে পরিনত না করে বাতিল করে দিয়েছেন। অথচ নিয়ম-নীতি ছাড়া নিয়োগ প্রাপ্ত বিচারকেরা অসীম ক্ষমতা(Inherent power) প্রয়োগের মত ক্ষমতা প্রেকটিস করছেন। বিচার ব্যবস্থায় এই ধরনের ক্ষমতা যারা প্রয়োগ করার অধীকারী, তার কি সৎ ,দক্ষ এবং মেধাবী হওয়া অত্যাবশ্যক নয়? তাই অবিলম্বে বিচারক নিয়োগ নীতি মালা প্রনয়ন করতে হবে।

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File