বিএনপির কোন এক সভায় অংশগ্রহন করেছেন বলে তার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অথচ.......
লিখেছেন লিখেছেন Deshe ২৯ মে, ২০১৩, ০৩:২১:১৪ দুপুর
^^
ফখরুদ্দিন-মইনউদ্দিন সরকারের আগে বিএনপি একজন বিচার পতিকে তত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য বিচারপতিদের অবসরের বয়সসীমা বৃদ্ধি করেছিল। এটা সবারই মনে আছে। আওয়ামী লীগ অভিযোগ করেছিল যে,ঐ বিচারপতি বিএনপি করে। তার প্রমান হল- কোন এক সময় তিনি বিএনপির মিটিং এ হাজির ছিলেন। একটা মিটিং অংশ গ্রহন তখন ঐ বিচারপতির জন্য কাল হয়েছিল। আওয়ামী লীগ থেকে বলা হল যে, তিনি দলীয় লোক। সুতারং তার অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না। অত:পর আন্দোলন করে অপমানিত করে তাকে বিতারিত করা হয়। অথচ বর্তমান প্রধানমন্ত্রী কট্টর এবং ওভার কট্টর আওয়ামী লীগ এবং দলীয় প্রধান হয়ে, কিভাবে ওনি ওনার অধীনে নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছেন? আমরা কিভাবে আশা করব যে, ওনার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। যে নেত্রী দেশ সেবা বাদ দিয়ে বিরোধী দলকে দমনের জন্য সার্বক্ষনিক ফন্দি আটেন,ঈদের একদিন আগে দুইবারের সাবেক প্রধানমন্ত্রীকে বাড়ি ছাড়া করতে ন্যুনতম দয়া করেন না,যিনি এক লাশের বদলে দশ লাশ ফালানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিতে পারেন,যিনি লগি-বৈঠা দিয়ে বাংলাদেশর মানুষ হত্যার নির্দেশ দেন .......... তিনি কি নিরপেক্ষ? এই ধরনের ব্যাক্তির অধীনে কি নিরপেক্ষ নির্বাচর সম্ভব?
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন