মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতেই মোসাদ আসলাম নাটক

লিখেছেন লিখেছেন অবুঝ চিন্তাশীল ১৯ মে, ২০১৬, ১২:১২:২০ রাত

২০০৮ সালে আওয়ামিলীগ সরকার নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক ষড়যন্ত্রে মেতে ওঠে।বিরোধী দলগুলোকে নিশ্চিন্ন করার জন্য হামলা,মামলা,গুম,জেল,ফাঁসি কোনটিই বাদ দেয়নি সরকার।বিএনপির সাথে মোসাদ কানেকশন নাটকও সেই ষড়যন্ত্রের অংশ।

২০১৪সালের ৫ই জানুয়ারীর অবৈধ নির্বাচনের পর সরকার ব্যপক চাপের সমক্ষীন হয় ।জাতিসংঘ,ইউরোপ,আমরিকা,মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে চাপ আসতে থাকে নিরপেক্ষ নির্বাচনের জন্য।সরকার বিভিন্ন উপায়ে সেসব চাপ মোকাবিলা করে আসছে।এক্ষেত্রে সরকারের ৩টা লক্ষ্য থাকে।প্রথমত বিদেশী চাপ মোকাবিলা করা,দ্বিতীয়ত তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা,তৃতীয়ত বিএনপির সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করা।তৃতীয় কারণেই আওয়ামীলীগ ও র এর পরিকল্পনায় মোসাদ বিএনপি নাটক সাজানো হয়।এক্ষেত্রে বিএনপিকে টোপে ফেলা হয়।শিপন কুমার বাবু নামে র ও মোসাদের একজন ডাবল এজেন্টকে দিয়ে বিএনপিকে“ ভারত-ইসরাইল সম্পর্ক” বিষয়ে সেমিনারে ইনভাইট করা হয় ।বিএনপিও না বুঝেই সেখানে অগুরুত্বপূর্ণ ও নতুন একজন নেতাকে পাঠিয়ে দেয়।র এর পরিকল্পনা মোতাবেক মেন্দি এন সাফাদি নামে ইসরাইলের লেবার পার্টির নেতাকে দিয়ে কয়েকটি সেলফি তুলা হয় ।একটু ভেবে দেখুন আ্ওয়ামিলীগের পরিকল্পনা কতটুকু দূরদর্শী।দিল্লীতে যে সেমিনারে ছবি তুলা হয় সেটা ছিল ৬মার্চ আর ইত্তেফাক সেটা প্রকাশ করে ৯মে ।মানে মাওলানা নিজামীর ফাসি থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে রাখতেই ফাঁসির আগের দিন প্রকাশ করা হয় ।এতে একদিকে যেমন জনগনের দৃষ্টি অন্য দিকে রাখা হয় অপরদিকে মুসলিম বিশ্বের সাথে বিএনপির সম্পর্কে ফাটলের সূচনা করা হয়। যদি এটি র ও আওয়ামিলীগের প্লান না হয় তাহলে সেলফিতে সাফাদি আসলাম চৌধুরীর দেখা যাওয়া শিপন কুমার বাবু ও কলকাতার সাংবাদিক বিবেক দেবকে কেন গ্রেফতার করা হচ্ছে না?কেন তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে?

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369533
১৯ মে ২০১৬ রাত ০১:৫৯
কুয়েত থেকে লিখেছেন : বিরোধী দলগুলোকে নিশ্চিন্ন করার জন্য হামলা,মামলা,গুম,জেল,ফাঁসি কোনটিই বাদ দেয়নি সরকার।বিএনপির সাথে সোসাদ কানেকশন নাটকও সেই ষড়যন্ত্রের অংশ ভালো লাগলো ধন্যবাদ
369538
১৯ মে ২০১৬ রাত ০২:৩৩
শেখের পোলা লিখেছেন : জোর যার মুলুক তার। তবে এয়সা দিন নেহি রহেগা৷
369559
১৯ মে ২০১৬ সকাল ১১:১৬
খোঁচা বাবা লিখেছেন : ইহার নামই হাম্বালীগ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File