দেশে বিকল্প মিডিয়া তৈরী হওয়া জরুরী
লিখেছেন লিখেছেন অবুঝ চিন্তাশীল ২২ নভেম্বর, ২০১৫, ০৪:২১:৩৯ বিকাল
নিরপেক্ষ মিডিয়ার অভাবে সরকারের গৃহপালিত মিডিয়া যেভাবে তথ্য সন্ত্রাস চালায় তার জলজ্যন্ত প্রমাণ মুজাহিদ ও সাকা চৌধুরীর প্রাণভিক্ষার আবেদন নিয়ে চরম মিথ্যাচার।তথ্যপ্রযুক্তির আধুনিক যুগে তাদের মিথ্যাচার আমাদের হতবাক করে দেয়।এই মিথ্যাচারের পরিবেশ ও সুযোগ সরকারই করে দিয়েছে। বিরোধী সকল মতামতের সুযোগ বন্ধ করে দিতে ও নিজেদের মিডিয়ায় লাগামহীন মিথ্যাচার চালাবার জন্যই সরকার নিরপেক্ষ মিডিয়াগুলো বন্ধ করে দিয়েছে ও দিচ্ছে।ফলে তথ্রসন্ত্রাস চালাবার দারুন সুযোগ পেয়ে গিয়েছে।সে সুযোগ কাজে লাগিয়েই প্রচার করা হয়েছে মুজাহিদ ও সাকা নাকি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছে।উভয়ের পরিবার সাকা ও মুজাহিদকে এ বিষয়ে প্রশ্ন করলে তাঁরা এ ধরনের আবেদনের কথা নাকছ করে দেন।সে কথা উভয়ের পরিবার সাংবাদিকদর বললেও সাংবাদিকেরা গুরুত্ব না দিয়ে তাদের মিথ্যাচার অব্যহক রাখে আর জনগণ সেগুলোই. বিশ্বাস করে।সমস্যা হল বেশীরভাগ মানুস খবরের জন্য টিভি পত্রিকার উপর নির্ভর করে আর নিরপেক্ষ টিভি পত্রিকাগুলো বন্ধ থাকায় জনগণ নিরপেক্ষ ও সত্য খবর থেকে বঞ্চিত হচ্ছে।এসব মিডিয়া এ সরকারের সময় চালু হওয়ার সম্ভাবনা নেই।বাস্তবতায় ইন্টারনেট হতে পারে বিকল্প মিডিয়া।যত বেশী পরিমাণ মানুস নেট ব্যবহার করবে তত বেশী সত্য প্রচার হবে আর এতে পেইড দালাল মিডিয়ার অপপ্রচার থেকে রক্ষা পাওয়া যাবে।
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন