বাংলাদেশে হানা দিতে যাচছে ভারতের গোয়েনদারা
লিখেছেন লিখেছেন অবুঝ চিন্তাশীল ২৭ অক্টোবর, ২০১৪, ১০:১২:২২ সকাল
Kolkata 9:2 AM, October 27 2014
বাংলাদেশের অনুমতি পেলে জঙ্গি খুঁজতে যেতে চায় এনআইএ
সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়কলকাতা, ২৬ অক্টোবর, ২০১৪
বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে জড়িত ফেরার জামাত জঙ্গিদের সন্ধানে প্রয়োজন হলে বাংলাদেশেও হানা দিতে চায় জাতীয় তদন্তকারী সংস্হা বা এনআইএ৷ এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে বাংলাদেশের হাসিনা সরকারের সহযোগিতা চাইবেন এনআইএ-র গোয়েন্দারা৷ বাংলাদেশে হানা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন দিল্লির অনুমোদনও৷ পাশাপাশি জামাত-উল-মুজাহিদিনের ফেরার জঙ্গিদের খোঁজে ইণ্টারপোলেরও সাহায্য নিতে চলেছে এনআইএ৷ তদন্তের সমস্ত দিকই খোলা রাখতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা৷ পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি বাংলাদেশেও নজর রাখতে চান তাঁরা৷ কারণ, এনআইএ-এর একাংশের মতে, বিস্ফোরণ কাণ্ডের পর এ রাজ্যের জামাত-জঙ্গিরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গিয়ে গা-ঢাকা দিয়েও থাকতে পারে৷ তাঁদের আশঙ্কা, হাসিনা সরকারের চাপে পড়ে এবার তারা যদি পাকিস্তানে পালিয়ে যায়, সেক্ষেত্রে গ্রেফতার করা দুষ্কর হবে৷
ফেরার জঙ্গিদের সন্ধান দিলে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে শুক্রবারই জানিয়েছিল এনআইএ৷ ঘটনার পর থেকে এখনও ফেরার জামাতের সক্রিয় সদস্য কওসের, ইউসুফ, হাবিবুর, রেজাউল, মফিজুল, বোরহান শেখরা৷ সেই সঙ্গে বেপাত্তা তাদের স্ত্রীরাও৷ তদন্তের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও কোনও জামাত-জঙ্গিকেই গ্রেফতার করতে পারেনি এনআইএ৷ তাদের সন্ধানে দেশজুড়ে কড়া নজরদারি চালাচেছ ‘র' এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্হা এসআইবি-ও৷ গোয়েন্দাদের মতে, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার জন্য অনেকটাই সময় পেয়েছিল জামাতরা৷ এমনকী, ঘটনার পর ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করা হয়নি৷ বিস্ফোরণ কাণ্ডের চারদিন পর বাংলাদেশ সরকার সীমান্ত সিল করলেও তারই মধ্যে এদেশের লুকিয়ে থাকা জামাতরা সহজেই বাংলাদেশে পালিয়ে গিয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান৷ তাই সন্ধান পেলে দিল্লির অনুমতি এবং হাসিনা সরকারের সহযোগিতা নিয়ে বাংলাদেশেও জঙ্গি ডেরায় হানা দিতে চায় এনআইএ৷ উল্লেখ্য, এর আগে দুবাই থেকেও পাক জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করে এদেশে নিয়ে এসেছিল এনআইএ৷ তাই তদন্তের স্বার্থে যে কোনও দেশে হানা দেওয়া এনআইএ-র কাছে কোনও বাধা নেই৷ http://www.sangbadpratidin.in/web/guest/story/-/asset_publisher/dbQQWH2f26c3/content/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%99%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%9C%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AF-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%86%E0%A6%87%E0%A6%8F#
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন