new hope
লিখেছেন লিখেছেন আলোর মিসিল ২২ মে, ২০১৩, ০২:৪২:৩০ রাত
আমি হোসেন মোহামমদ ফরহাদ ।এখন মধুমতি টাইলস লি এ সহকারী প্রকৌশলী হিসেবে চাকুরী করছি ।গত বছর কুয়েট থেকে আমার পড়াশোনা যনএকৌশল বিভাগ নিয়ে শেষ করি ।আজ থেকে ৬ বছর আগের কথা তখন আমার উচচ মাধ্যমিক পরীক্ষা ।আমাদের বাসার পাশে একটি ভবন নিমাণ কাজ হচিছল । অনেক শ্রমিক কাজ করতো ।আমি দেখতাম আর ভাবতাম এতদিন তো নিজের জন্য পড়লাম এখনো নিজের জন্য পড়ছি একটু তাদের জন্য ভাবি চিনতা করলাম তাদের কষট কমানোর জন্য ।উপায়ও পেলাম ।তখন ভাবলাম দেশ নিয়েও একটু ভাবি।উপায়ও আসলো ।জরিপ করলাম আমার চিনতাগুলো আসলেই কতটা উপকারী ।লোকজন আমাকে দেখে ভয় পেল ।তখন তত্তাবধায়ক সরকার কেউই ভয়ে কিছু বলে নি ।আমিও ভাবলাম এখন আমার চিনতাগুলো প্রকাশ করার সঠিক সময় আসেনি ।তারপর আমি আমার ইঞ্জিনিয়ারায়িং নিয়ে ব্যসত হয়ে গেলাম ।আর ভাবতাম সবাই হয়তো আমার মতো ভাবে।কিনতু আমার চিনতার কিছু অংশ অন্যদের বলে বুঝলাম সবাই আমার মতো ভাবে না ।নিজের চিনতাগুলো সবাইকে বলতে চাইলাম ।সব প্রেস মিডিয়া মেইল পাঠালাম আমাকে সুযোগ দেয়ার জন্য ।কউই উত্তর দেয়নি ।আমিও আমার পড়াশুনা নিযে ব্যসত থাকলাম ।গতবছর আমার পড়াশুনা শেষ হল ।আর রোযার ঈদে আমি সড়ক দুঘটনায় পড়লাম ।২১ দিন আই সি উ তে অচেতন ছিলাম ।মরেও যেতে পারতাম ।যখন নিজের চেতন ফিরে পেলাম আগে নিজেকে সামলালাম ।এখন ভাবি যদি কাউকে না বলেই মারা যেতাম তাহলে আমার কষট লাগতো ।৬ বছর আমি আমার চিনতাগুলো কাউকেই বলিনি ।সড়ক দুঘটনার পর আবার প্রেস মিডিয়াগুলোকে মেইল করলাম।কোন উত্তর আসেনি। আমাকে সহায্য করতে পারলে বলবেন আমি আমার চিনতাগুলো দেশবাসীকে জানাতে চাই।আমার চিনতাগুলো সংক্ষেপে বলছি ১ ২০৬০ সালে দেশের জনসংখ্যা হবে ৮ কোটি। ২ এই দেশে বাধ্য হয়ে কেউ সনএাসী হবে না।পরিবার আথিক সাবলমবী হবে । ৩ দ্রব্যমূল্য নিয়নএন সমভব ।উদাহরন ৮ টাকায় কৃষক যে আলু বেচবে ঢাকার বাজারে তার সবেবাচচ মূল্য হবে ১২ টাকা। ৪ আনেদালন যেকেউ যেকোন দাবী নিয়ে করতে পারবে কিনতু সাধারন মানুষের কোন ক্ষতিই হবে না । কিনতু আমার চিনতাগুলো কাউকেই বলা হয়নি।আজ মনে হচেছ একটা উপযুত্ত ক্ষেএ আমার দরকার কারন আমি আমার দেশকে ভালবাসি।আমার চিনতাগুলো সংক্ষেপে বললাম।এর পুরোটা প্রকাশ করার সুযোগ আমাকে করে দিন।যেভাবেই পারুন আমাকে সাহায্য করুন।যোগাযোগ করুন ০১৭১৫৩১২৪৮২ ।
বিষয়: বিবিধ
১৮৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন