আরিচা ঘাটে পেট চুক্তি ভাত

লিখেছেন লিখেছেন শহীদুল ইসলাম প্রামানিক ২২ এপ্রিল, ২০১৫, ০৭:০৬:১২ সন্ধ্যা



শহীদুল ইসলাম প্রামানিক

যমুনা সেতু হয়নি তখন

আরিচায় আসা যাওয়া

লাগলে খিদে ফেরীর ভিতর

পেট চুক্তিতে খাওয়া।

মনে পড়েছে, যাচ্ছি বাড়ি

সালটা ছিল আশি

খাচ্ছি বসে দুই পিস মাংস

ভেড়া কিংবা খাসি।

ভাত দিয়েছে গামলা ভরে

ডাল ছিল যে ফ্রি

ডাল তো নয় ঘোলা পানি

দেখতে কি বিশ্রি!

আঠাশ টাকা দ্বিগূন মূল্য

উপায় তো আর নাই

নদীর মাঝে একটি হোটেল

বাধ্য হয়েই খাই।

খেতে বসেছি অনেক খেলাম

পুষিয়ে নিচ্ছি খেয়ে

আট প্লেট ভাত করলাম সাবার

ডাইলটা ফ্রি পেয়ে।

যতই খাবেন আঠাশ টাকা

তাই তো আমি খেলাম

অর্ধেক রাস্তা যাওয়ার পরেই

টের কিছুটা পেলাম।

গুড় গুড় গুড় ডাকলো পেটে

মোচর দিল যেই

পেটের ব্যাথায় জান বাঁচে না

হুঁশ টুস্ আর নেই।

অনেক কষ্টে সন্ধ্যা রাতে

ফিরলাম যখন বাড়ি

ব্যাগটা ফেলে দৌড়ে গেলাম

টয়লেট তাড়াতাড়ি।

তিনদিন ভরা কাজকর্ম নাই

হলাম টয়লেট বাসি

টাকা পোষাতে ভাত খেয়েছি

শুনেই হাসাহাসি।

হাজার টাকা খরচ করেও

শরীর হলো দুর্বল

শপথ নিলাম আরিচা ঘাটে

ছুঁবো না আর জল।

এর পরেতেও আরিচা ঘাঠে

অনেক গিয়েছি ভাই

যতই সাধে পেট চুক্তি ভাত

আর কি আমি খাই?

বিষয়: সাহিত্য

১১৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316337
২২ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হা!হা! ভাইয়া খুব মজার কবিতা।
316339
২২ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : সুন্দর!
316349
২২ এপ্রিল ২০১৫ রাত ০৯:০৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মাশ-আল্লাহ খুবই ভালো লিখেছেন! ভালো লাগলো অনেক ধন্যবাদ আরো বেশী বেশী লিখুন!
316357
২২ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরিচায় তো আমিও খাইছি!!!
তবে পেট খারাপ করেনাই!
316395
২৩ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৮
egypt12 লিখেছেন : পেট চুক্তি সুন্দর টার্ম!
316399
২৩ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : সুন্দর! Cook Cook Cook It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me!
316456
২৩ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২২
316491
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
রাইয়ান লিখেছেন : খুবই সুন্দর লিখেছেন .... ছন্দ ঠিক রেখেও পুরো মজা দিয়ে লেখা .... অনেক ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File