শিয়াল তাড়ানোর মজা

লিখেছেন লিখেছেন শহীদুল ইসলাম প্রামানিক ১০ মে, ২০১৪, ০৬:৩৩:৫৫ সন্ধ্যা



শহীদুল ইসলাম প্রামানিক

তুই তো হোলি শহরবাসি

আমরা গাঁয়ের ছেলে

মুক্ত মাঠে বেড়াই মোরা

দিনরাত হেসে খেলে।

সকাল বেলা পান্তার সাথে

বীচি কলার স্বাদ

কেউ যদি রে খায়নি এটা

জীবনটাই বরবাদ।

টাটকা মাছের টাকী ভর্তা

বেগুন, পুঁটির ঝোল

গাঁয়ের বধুর রান্না খেলে

ছারবে মায়ের কোল।

দুপুর বেলা ভাত খাইরে

মোটা ধানের চাল

মধুর মত স্বাদ লাগেরে

মুগ, মুশুরের ডাল।

আলু ভর্তা, বেগুন ভর্তা

কচু ভর্তা দিলে

খুশির চোটে খেতে থাকি

গপ্গপ্ করে গিলে।

রাত্রি বেলা খড়ের ঘরে

দিচ্ছি যখন ঘুম

খোলা মাঠের উদোম হাওয়ায়

শিয়ালরা নির্ঘুম।

সারারাত্রি ডাকবে শুধু

হুক্কা হুয়া বলে

মুরগী খেতে কখনও বা

আসবে ঘরে চলে।

মুরগী ধরতেই ‘কক্ কক্ কক্’

উঠবো মোরা তেড়ে

‘র্ধ র্ধ র্ধ শিয়াল ধররে’

ডাকবো গলা ছেড়ে।

সারা গাঁয়ে উঠবে সবাই

কেউবা লাঠি হাতে

এদিক ওদিক শিয়াল তাড়াবো

কুকুর থাকবে সাথে।

রাত্রি বেলার শিয়াল তাড়ানো

শহর মাঝে নাই

গাঁও গেরামের এমন মজা

কোথায় পাবে ভাই?

বিষয়: সাহিত্য

১০০৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219928
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
ইবনেআদম লিখেছেন : খুব সুন্দর হয়েছে, চালিয়ে যান...
219959
১০ মে ২০১৪ রাত ০৮:৩৩
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File