হাসা এবং হাসি

লিখেছেন লিখেছেন শহীদুল ইসলাম প্রামানিক ২১ মে, ২০১৩, ১০:০৮:৪৫ রাত



শহীদুল ইসলাম প্রামানিক

হাসা বলছে হাসিরে

লাগছে সর্দি কাসিরে

বস’না পাশা-পাশিরে

কর না হাসা হাসিরে

ধান ক্ষেতটা নাশিরে

এলো বুঝি চাষিরে

সাথে কালি মাসিরে

ওরা সর্বনাসিরে

গলায় দিবে ফাঁসিরে

নয়তো ধরবে ঠাসিরে

গলা কাটবে আসিরে

প্রাণটারে ভাল বাসিরে

চলনা জলে ভাসিরে।

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File