আশরাফুলের নাম যদি "মোহাম্মদ আশরাফুল" না হয়ে একটু ভিন্ন রকম হতো

লিখেছেন লিখেছেন আতিকুল জুয়েল ০৬ জুন, ২০১৩, ০৮:৫৯:১৫ সকাল

মোহাম্মদ আশরাফুলঃ মোহাম্মদ আশরাফুল ক্রিকেট থেকে নিষিদ্ধ, ১ বছরের জেলও হতে পারে।

কিন্তু, আশরাফুলের নাম যদি "মোহাম্মদ আশরাফুল" না হয়ে একটু ভিন্ন রকম হতো, তাইলে হয়তো তার শাস্তিও ভিন্ন রকম হতে পারতো। যেমনঃ

১. আশরাফুল সেনগুপ্ত: আশরাফুল ক্রিকেট থেকে নিষিদ্ধ নন, তিনি আজ থেকে দপ্তর বিহীন ক্রিকেটার।

২. সৈয়দ আশরাফুল : আশরাফুল ক্রিকেটারও নন, ফুটবলারও নন। এই সব তথাকথিত স্পট ফিক্সিং এর অভিযোগ দিয়া তার বিরুদ্ধে কিছু করা যাবে না।

৩. আবুল হোসেন আশরাফুল : আশরাফুল দেশপ্রেমিক, তার বিরুদ্ধে কেউ দুর্নিতির অভিযোগ প্রমান করতে পারে নাই।

৪.তানভীর মাহমুদ আশরাফুল ( হলমার্ক এমডি ): আশরাফুল স্পট ফিক্সি মাত্র কয়েক লাখ টাকা দুর্নিতি করেছে, তাকে আরো ঋন দিয়ে আগের দুর্নিতি করা টাকা উদ্ধার করার চেষ্টা করা হবে।

৫. মোল্লা আশরাফুল (ডিসি ডিবি): আশরাফুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খেলোয়ার থেকে বদলি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি করা হলো।

বিষয়: বিবিধ

৪২১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File