বিয়া বাড়ির দাওয়াত আর অবৈধ রিক্সা লাইসেন্স: মেয়র ইলেকশন
লিখেছেন লিখেছেন আতিকুল জুয়েল ০১ জুন, ২০১৩, ১০:৩৫:৪২ রাত
দুপুরে খাওয়ার পরে ঘুমাইছিলাম। কলিং বেলের শব্দে ঘুম ভাংলো। দরজা খুলে দেখি নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে স্থানীয় কাউন্সিলর প্রার্থীর এজেন্ট লিফলেট দিতে আসছে। বিরক্ত নিয়া লিফলেট নিলাম আর তারে জিজ্ঞেস করলাম মেয়র প্রার্থী হিসাবে কারে ভোট দেওয়া উচিৎ হবে আমার? জবাবে উনি যা বললেন সেগুলা এরকমঃ
- সিলেটের যাবতীয় উন্নয়ন যা আছে সব হইছে বিএনপি জামায়াত জোট সরকারের মন্ত্রী সাইফুর রহমানের মাধ্যমে, সিলেটে এমন কোনো কাজ নাই যা সাইফুর রহমান করেন নাই। আর আরিফুল হক চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসব উন্নয়ন মূলক কাজ সিলেটে সম্পন্ন হইছে, আরিফুল হক চৌধুরী জানেন কিভাবে কাজ করতে হয় করাতে হয়।
- বদরুদ্দিন কামরান উনি ভালো লোক, তবে মেয়র হিসাবে উনি বিয়া বাড়ির দাওয়াত আর অবৈধ রিক্সা লাইসেন্স দেওয়া ছাড়া বিগতো ১০ বছরে কোনো কাজই করেননাই, উনি মেয়র হিসাবে পরীক্ষিত ব্যর্থ।
----
ভোটের আরো ১৫ দিনের মতো বাকি আছে। আরো অনেক এজেন্ট আসবে আরো অনেক জানার আছে, বুঝার আছে। আমি অবশ্যই চাই না আমার একটা ভোটের জন্য সিলেট বাসী এমন কোনো মেয়র পাক যে মেয়র হিসাবে যোগ্য না, যে মেয়র হয়ে কাজ করার পরিবর্তে বিয়ের দাওয়াত খেয়ে বেরাবে।
বিষয়: রাজনীতি
১৫৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন