বাংলাদেশের জনপ্রিয়তম প্রেসিডেন্ট জিয়া হত্যাকান্ড এবং দক্ষিন তালপট্টি দ্বীপ
লিখেছেন লিখেছেন আতিকুল জুয়েল ৩০ মে, ২০১৩, ১০:৪৬:০০ রাত
১৯৭৪ সালে একটি আমেরিকান স্যাটেলাইটে ২৫০০ বর্গমিটার আয়তনের একটা দ্বীপের অস্তিত্ব ধরা পড়ে বাংলাদেশের সমুদ্র সীমায়। রিমোট সেন্সিং সার্ভে চালিয়ে দেখা যায়, দ্বীপটির আয়তন ক্রমেই বাড়ছে এবং একপর্যায়ে এর আয়তন প্রায় ১০ হাজার বর্গমিটারে দাঁড়ায়।
দখল করার লোভ সামলাতে না পেরে ১৯৮১ সালে ভারত সামরিক বাহিনী পাঠিয়ে অবৈধভাবে বাংলাদেশের এই দ্বীপটি দখল করে নেয়। তৎকালীন বাংলাদেশের রাস্ট্রপতি জিয়াউর রহমান এর ঘোর প্রতিবাদ জানান।
প্রেসিডেন্ট জিয়া তথ্য-উপাত্ত সংগ্রহ করে পরিষ্কারভাবে প্রমান করেন এই দ্বীপটি বাংলাদেশের এবং তা ভারতকে জানিয়ে দেন। ভারতকে জানানোর মাত্র এক সপ্তাহের মধ্যে খুন হন প্রেসিডেন্ট জিয়া। যার ফলে দক্ষিন তালপট্টি দ্বীপের মালিকানা আজ পর্যন্ত এদেশের হাতে আসেনি।
আজ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের মৃত্যুদিবসে তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করি।
বিষয়: বিবিধ
২১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন