দুইটা সুসংবাদ
লিখেছেন লিখেছেন আতিকুল জুয়েল ২৭ মে, ২০১৩, ১২:১২:১৮ দুপুর
১. কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়ে ফারিহা তাসনিম ৪২ টি দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম হয়েছেন।
২. ছাত্রীদের জামার হাতা কেঁটে দেওয়া উদয়ন স্কুলের শিক্ষিকা মক্ষীরানী মাহবুবা আক্তার কল্পনাকে অপসারণ করা হয়েছে।
আরেকটা হাফ সুসংবাদঃ
* কল্পনাকে অপসারন করা হলেও অভিভাবকদের আন্দোলন চলছে স্কুলের প্রিন্সিপাল আরেক মক্ষীরানী ড. উম্মে সালমা'র অপসারনের জন্য।
আশা রাখি হাফ সুসংবাদটা অচিরেই ফুল হয়ে যাবে।
বিষয়: বিবিধ
১৭৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন