সুন্দরবনের রামপালের পরে এবার নারায়নগঞ্জের দিকে কালো থাবা দিতেছে ভারত সরকার।
লিখেছেন লিখেছেন আতিকুল জুয়েল ২৪ মে, ২০১৩, ০৩:৩০:০১ দুপুর
শীতলক্ষ্যা নদীর পাশে নারায়নগঞ্জে ৪৬ একর জমির উপর "টার্মিনাল পোর্ট" নির্মান করার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েব সাইটে টেন্ডার দিয়েছে ভারত। [http://www.mea.gov.in/Portal/Tender/1141_1/1_NIT.pdf]
তবে এই টেন্ডারের জন্য বাংলাদেশ সরকারের অনুমতি তো দূরে থাক বাংলাদেশকে জানানোরও প্রোয়োজনীয়তা মনে করে নাই ভারত সরকার। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের কাছে ভারত সরকার কতৃক বাংলাদেশের অভ্যন্তরে টার্মিনাল পোর্ট নির্মানের ব্যপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন," বিষয়টি আমি জানি না।"
মন্ত্রীই যেখানে জানেনা, সাধারন জনগনের তো জানার প্রশ্নই নাই, আর জনগন যতক্ষনে পর্যন্ত না জানবে ততক্ষন পর্যন্ত কোনো প্রতিবাদও হবে। তাই যে যেভাবে পারেন অন্যরে জানান, প্রতিবাদ করেন।
আর যদি প্রতিবাদ না করেন তাইলে নিজেরে ভারতীয় হিসাবে পরিচত দিতে আর বেশী দেরি নাই।
বিষয়: বিবিধ
১৫১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন