মঙ্গলে মহাযাএা
লিখেছেন লিখেছেন যাযাবর চিল ০৬ আগস্ট, ২০১৩, ০৩:১৬:৪২ দুপুর
দুনিয়ার সমস্ত অ্যাডভেনচার প্রিয় মানুষের জন্য একটি সুখবর। একটি ডাচ বহুজাতিক কোম্পানি মঙ্গলে ভ্রমনের একটি দারুন সুযোগ করে দিচ্ছে!!প্লিজ আগেই বেশি খুশি হবেন না। কারন সৌর জগতের সবচেয়ে ছোট(১৪৪,৭৯৮,৫০০ ব.কি.মি) রহস্যময় এ গ্রহ ভ্রমনের আগে আপনাকে বেশ কিছু কঠিন প্রশ্নের উওর দিতে হবে।ভ্রমনটি হবে একমুখি ইংরেজিতে যাকে বলে one way journey. আপনি যে ভ্রমন শেষে ফিরে আসবেন এমন সম্ভবনা খবুই কম।অথাৎ ভ্রমনের পূব্রেই আপনাকে আপনার পরিবার, বন্ধু-বান্ধব, বিশ্ববিদ্যালয়,পাড়ার মোড়ের চা এর দোকান এবং প্রিয় পুল ক্লাব কে বিদায় বলতে হবে।ভ্রমনটির ইতিবাচক দিক হচ্ছে আপনাকে অনেক প্রশিক্ষিত নভোচারী হতর হবে না তবে একটানা কমপক্ষে ৫২১ দিন মহাকাশ যানের একটি ছোট্র কক্ষে ৩-৪ জন সহযাএীর সাথে থাকার মত যথেস্ঠ ধৈয্র্ থকতে হবে।এবং সেখানে অব্যশই আপনি জীবন ধারনের জন্য প্রয়োজনীয় আনুষাঙ্গিক জিনিস পএ যেমন খাবার,পানি,ঔষধ এবং অনান্য পয্রাপ্ত পরিমানে পাবেন না।এমনকি আপনার মূএ সংশোধন করে ব্যাবহার করতে হবে।পুরো ভ্রমনটি সাভ্রাইলেনস ক্যামেরা দিয়ে ভিডিও করা হবে।ক্যাবল টিভি নেটওয়্রাকের মাধ্যমে সারা বিশ্বের মানুষ আপনার এ ভ্রমন দেখতে পারবে।একবার ভ্রমন শুরু হলে আপনি আর ফিরতে পারবেন না।মনোবিজ্ঞানীগন একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন।তারা বলেছেন ভ্রমনকারীগন যদি মানসিক ভাবে যথেস্ঠ শক্তিশালি না হয় তাহলে এটার সম্ভবনা খুবই বেশি যে তারা একে অপরকে হত্যা করবে।এবং এর হারটি ও হবে চমকপ্রদ।তো আপনার কি সিদ্ধান্ত??ইতিহাসের সবচেয়ে দুঃসাহসীদের মিছিলে নাম লেখাতে চান?মানুষের জয়যাএাকে আরো একটু সামনে নিয়ে যেতে চান?চিন্তা করতে থাকুন।আপনার উওরটি যদি ইতিবাচক হয় তাহলে জানিয়ে রাখি আপনি একা নন।এ মহাযাএায় আপনার সথী হতে চায় এমন মানুষের সংখা নেহাত কম নয়।ঘোষনার মাএ কয়েক দিনের মধ্যে কোম্পানির ডেক্সে ১০,০০০ হাজার এর ও অধিক আবেদন পএ জমা পড়েছে।২০১৮ সালের মাঝা-মাঝিতে এ কাফেলার পৃথিবী থেকে মঙ্গলের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।তবে আপনি এ ভ্র্রমনে যান অথবা না যান এটা নিয়ে চায়ের কাপে ঝর তুলতেই পারেন।
বিষয়: বিবিধ
১৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন