আজাইরা কথা সমাচার

লিখেছেন লিখেছেন যাযাবর চিল ১১ জুন, ২০১৩, ০২:৩৩:৩৯ দুপুর



কিছু আজাইরা কথা বলি.....

এক> ৪৭ এর দেশ ভাগ কোন ভুল ছিল না।এটা একটা অসাধারন সিধ্রান্ত।এটা না হলে আমাদের অবস্থা হত কাশম্মীর এর মতো।যেখানে ১৫ লক্ষ সেনা মোতায়ন আছে (ইরাকে ৫ লক্ষ সেনা মাক্রিন আসে) বুঝুন অবস্থ।প্রতি বছর হাজার হাজার মুসলিমদের হত্যা করা হচ্ছে।

দুই> পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য এটা একটা মিথ্যা কথা।এটা কোন দিনও বাঙালি সাংস্কৃতির অংশ ছিল না।এটা চালু করেন মিস্টর আকবর আজ থেকে ৪০০-৫০০ বছর আগে কিন্তু এখন বাংলা ১৪২০ সাল।কারন টা জানেন? এটা করা হয় হিজরি সাল কে অনুসরন করে অথ্রাত মুসলিম সাংস্কৃতি অনুসরন করে।

তিন> মঙ্গোল শোভাযাএাও বাঙালি সাংস্কৃতির অংশ নয়।বাংলাদেশর ইতিহাস এর কোথাও এর সাপেক্ষে প্রমান পাবেন না।ইবনে বতুতা থেকে সুরু করে ১৯৭০ পয্র্ন্ত।

চার> বাংলাদেশর মুসলিমরা বেশির ভাগই পূব্রে নিচু জাতের হিন্দু ছিল এটাও একটা মিথ্যা কথা।বেশির ভাগ ছিল বৌদ্ধ।এজন্য লক্ষ্য করবেন কিছু দিন পূব্রেও মুসলিমদের ন্যাড়াদের ধম্র বলতো।

পাঁচ> মঙ্গোল প্রদীপ জ্বালানো হিন্দুদের একটা ধ্র্মীয় অনুস্ঠান।এটা কোন বাঙালি সাংস্কৃতির অংশ নয়।

ছয়> পশ্চিম বাংলার সাথে আমাদের মিল খুবই সামান্য।পশ্চিম বাংলার দাদা বাবুরা আমাদের বাঙালি বলেই স্বীকার করেন না।তারা আমদের আদর করে বাঙাল বলেন (তারা বাঙালি) এজন্য তারা আমাদের গব্রের ধন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিস্ঠার বিরোধিতা করেছিলেন।

এবার একটা মহা আজাইরা কথা বলি।

*এখন বলা হয় ৪৭ এর দেশ ভাগ কোন ভুল ছিল, পহেলা বৈশাখ, মঙ্গোল প্রদীপ জ্বালানো, মঙ্গোল শোভাযাএা+ লাব লাব বাঙালি সাংস্কৃতির অংশ, (যা পশ্চিম বাংলার সাংস্কৃতি) বাংলাদেশ ধম্র নিরপেক্ষ দেশ, ভারতও।এর পর বলা হবে সুতরাং, দুই দেশ থাকার আর কি দরকার? এক হয়ে যাই।আমরা আমরাই তো।

(ভারতীয় সেনাবাহিনী দেশএ ঢুকে যাবে।তাদের সেনাবাহিনীর প্রধান বাধাঁ আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে মোটামুটি পঙ্গু করা হয়েছে পিলখানায়)

বিষয়: আন্তর্জাতিক

১৮২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File