চোখ...
লিখেছেন লিখেছেন যাযাবর চিল ০৮ জুন, ২০১৩, ০৪:৫১:৩৪ বিকাল
গত কাল ক্যাম্পাস এ বসে চা খাওয়ার সময় খুব চেনা একটা দৃশ্য দেখে থমকে গেলাম।৩-৪ টা ১-২ বছর বয়সি বাচ্বা সরক দ্বীপ এর ট্যাংকি থেকে চোয়ানো পানি দিয়ে খেলছে।হঠাৎ করে দাশ্র্নিক হয়ে গেলাম।ভাবলাম এদের ভবিষৎ কি?মা-বাবা আত্নীয় স্বজন ছড়া বড় হচ্ছে। এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি।আমরাই এদের কিছু দিন পর হয়তো সমাজ বিরধী বলবো।আইন করে শাস্তি দিবো।টকশো তে ঝর তুলবো।কিন্ত এই শিশু দের জন্য কিছু করবো না।ওরা ফুল বিক্রি করতে আসলে smartly ১টা ঝারি দিবো।আচ্ছি এর কি কোন সমাধান আছে?
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন