কুকুর...
লিখেছেন লিখেছেন যাযাবর চিল ০৫ জুন, ২০১৩, ০২:৪৮:২৭ দুপুর
আমার এক ভাই খুব ভালো মানুষ।কিছু দিন আগে এক অসহায় মানুষ এসে আশ্রয় চাইলো।তিনি তাকে আশ্রয় দিলেন।তার বাসায় থাকতে দিলেন পরম মমতায়।কিছু দিন পর আশ্রিত লোকটি তার আত্নীয় স্বজনের কাছে থেকে অস্ত লাঠিসোটা নিয়ে এসে হামলে পড়লো আমার সেই ভাই ও তার পরিবার এর উপর। আমার সেই ভাইটিকে বাসা থেকে বের করে দিলো। হত্যা করলো তার বৃদ্ধ বাবা-মা আর ৫ বছর বয়সের নিস্পাপ শিশুটিকে।পাশবিক নিয্রাতন চালালো তার ১৮ বছর বয়েসি মেয়ে আর স্এী এর উপর।তাদের আটকে রাখলো তার বাসারই বাইরে এক গ্যারেজ এ।আমার ভাই এর প্রতিবাদ করলো।তখন সেই লোক তাকে গুলি করলো। প্রতিবেশিরা নিরব।আমার ভাই ঐ লোকের দিক ঢিল ছুড়লো।প্রতিবেশিরা আমার ভাইকে বলে সন্তাসী, মৌলবাদী..আর আমার আত্নীয়-স্বজন ? তারা খুবই শান্ত প্রানী।তারা বলে ধৈয্র্ ধর, আমরা শান্তি প্রিয় অথবা বলে আমরা নিরপেক্ষ।তদের স্বজন এর কোন কিছুতেই তাদের কিছুই আসে যায় না।তারা আরামছে খাচ্ছে দাচ্ছে।ঐ হামলা কারির তার পন্য কিনছে যা দিয়ে সে তাদেরই ভাই বোন হত্যার জন্য অস্ত গোলা বারুদ কিনছে।আচ্ছা আমার আত্নীয়-স্বজন গুলো কি মানুষ, না কুওার দল?? নাকি তার চেয়েও খরাপ???
কি, অবাক হচ্ছেন না বিরক্ত?,
এটা কোন ফিকশন বা কল্প কথা না।
চরম সত্য।
একবার একটু কস্ট করে চিন্তা করবেন আপনিও ঐ কুওার দলে কিনা।
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন