অপেক্ষা
লিখেছেন লিখেছেন যাযাবর চিল ০৩ জুন, ২০১৩, ০২:৪৯:৩৫ দুপুর
অদ্ভুত আধারে ঘিরে আছে সব
সবাই অন্ধ, বধির অথবা আত্ন প্রবন্চক
অনূভুতি গুলো ভোঁতা
সাথে চিন্তা গুলো ও
দোষও বা দিই কি করে?
২০০ বছরের গোলামির রক্ত
চায় দাস হতে
যা দাসত্ব থেকে মুক্তি দিতে পারে তা কি জানি ই না
আর সেই মাহামানুষ টা.!!!
আজ খুব বেসি অচেনা
তিতুমীর, শরীয়াতুল্লার উওরধিকাররা আজ বড় বেশি কাল্ন্ত
আর একটি ফরাসি বিপ্লব হয় না
বরং নেপলিয়ন আবারও পরাজিট
চলছে চলবে
বিশ্বসীদের দল আজ চোখ ভিজিয়ে এক কোনে
হয়তো শক্তি শেষ অথবা উদভ্রন্ত
চেয়ে আছে মহাশূনের দিকে
একটাই কাজ চিন্তা করা
শহীদের রক্ত তো কখনো বৃথা যায় না...
যাবে না
অন্ধকার কাটবে....
কয়েকটি আঙ্গুল একদিন আলো জ্বলবে
শিকল ভাঙ্গবে
দরজা খুলবে বাজাবে সেই চির নতুন বিপ্লবের দামামা
এই দিন শেষ নয় সব নয়
মহাপ্রলয়ের পূবের্ নিস্তব্ধা মাএ
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন