ঐশী ও সায়মারা একই নর্দমার বিষাক্ত কিট

লিখেছেন লিখেছেন স্বাধীন কন্ঠ ২৭ আগস্ট, ২০১৩, ১১:০৭:৫৯ রাত

ঐশীর রেশ কাটতে না কাটতেই মিডিয়ায় আবির্ভূত হলো সায়মা আক্তার নামের এক তরুণী । দেশে বেড়াতে এসে ২০১২ সালের ৪ ডিসেম্বর মা-বাবার অগোচরে তিনি চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক বিতর্ক সম্পাদক হাসানুজ্জামানকে বিয়ে করেন। বিয়ের ১০ দিন পর মা-বাবার সঙ্গে ওমান চলে যান।

যে মেয়ে তার পিতা-মাতা কে না জানিয়ে বিয়ে করে ফেলে সে কি ধরনের মেয়ে তা সহজেই অনুমেয়। কোন সচেতন সভ্যসমাজের অভিভাবকগণ তিনি জামায়াতের প্রবাসী রোকন হউন কিংবা অন্য কোন দলের হউন তার মেয়ে তাদের অজান্তে বিয়ে করুক তা নিশ্চয়ই চাইবে না। সারা জীবন যে মা -বাবা তাকে তিলে তিলে বড় করেছেন তাদের বিরুদ্ধে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে গোপনে বিয়ে করা স্বামীর পক্ষ নিয়ে অবস্থান নিতে পারে , মা-বাবার শাস্তি দাবী করতে পারে তা একজন অভিবাবকের জন্য কতটা অপমানজনক ও বেদনার তা সায়মা আক্তার এর মত বখে যাওয়া মেয়েরা বুঝবে না। ঐশী ও সাইয়মারা একই নর্দমার বিষাক্ত কিট। এদের কারনে সমাজে ক্রমবর্ধমান হারে বাড়ছে অশান্তি। এদের এই পরিনতির মুলে রয়েছে নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্তা । তাই আধুনিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষাব্যবস্তাকে ঢেলে সাজানো বর্তমান সময়ের অপরিহার্য দাবী।

বিষয়: বিবিধ

১৭৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File