পবিত্র মাহে রমযান

লিখেছেন লিখেছেন স্বাধীন কন্ঠ ১০ জুলাই, ২০১৩, ০৬:২২:৩০ সন্ধ্যা

বছর ঘুরে এসেছে দ্বারে

পবিত্র মাহে রমযান,

এই মাসেতে গুনা মাফ হয়

বাড়ে যে মুমিনের ঈমান।।

রহমত, মাগফিরাত আর নাজাতের

বারিধারা ঝরে করলে রবের গুণগান,

একটি নফল করলে পালন

সওয়াব পাওয়া যায় ফরজের সমান।।

১১ মাসের চেয়ে এই মাসের

কেন এতো দেশি সম্মান ?

এই মাসে নাযিল হয়েছে যে

পবিত্র আল কুরআন।।

রমযান পেয়েও যে

পারলনা কমাতে গুনার বুঝা,

হাদিসে এসেছে , বড় কমবক্ত সে

পরকালে তার তরে আছে সাঁজা।।

শুধু নামাজে নয় সমাজের সবখানে

মেনে চললে কুরআন,

তবেই আসবে ধরায় শান্তি

বাড়বেই মানুষের সম্মান।।

এসো সবে করি মিলে

নতুন এক পণ,

পড়বো কুরআন, মানবো কুরআন

কুরআনের আলোকে গড়বো জীবন।।

বিষয়: সাহিত্য

৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File