চোখ বেয়ে নামে জল
লিখেছেন লিখেছেন স্বাধীন কন্ঠ ০৯ জুন, ২০১৩, ১২:৫৯:৩৩ রাত
কি দুর্ভাগ্য আমাদের !
জাতীর শ্রেষ্ঠ সন্তানেরা আজ
জালিমের কারাগারে বন্দী,
শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা
আর আদর্শিক লড়াইয়ে পরাজিত হয়ে
সরকার ফাঁসি দিতে তাদের করে কত ফন্দি।
যাদের কন্ঠে ধ্বনিত হত মুক্তির জয়গান,
যাদের স্পর্শে পথ হারা পেত আলোর সন্ধান।
যার কাজ ছিল শুধু কুরআনের কথা বলা
সকল বাধাঁর পাহাড় মাড়িয়ে
সত্যের পথে চলা,
তিনি আজ জালিমের কারাগারে
কষ্টের প্রহর গুনেন
ফাঁসির কনডম সেলে পড়ে আছেন একেলা।
শীর্ষ সন্ত্রাসী বিকাশেরা
রাষ্ট্রীয় প্রটকলে মুক্তি পেয়ে
ঘুরে বেড়ায় মুক্ত বিহঙ্গের মত,
আর দেশের শীর্ষ আলেম আল্লামা সাঈদী
কনডম সেলের অন্ধকার প্রকোষ্ঠে আছেন
আয়তন যার ২ টি কবরের যত।
দূর্নীতিবাজ কালৈা বিড়াল ,আবুইল্লারা
শীতাতপ নিয়ন্ত্রিত সুরম্য অট্রালিকায়
মনের সুখে ঘুমায় বেঘুরে,
আর কোরআনের সৈনিক আল্লামা সাঈদী
ফাঁসির সেলে ঘুমান বালিশ বিহীন
এবড়ো থেবড়ো ফ্লোরে।
তিনি আর ফাসির মঞ্চ মাত্র ৫০ কদম দুরে
আশেপাশে ৭ সেলে কেউ নেই
পরিবেশ একদম ভুতুড়ে,
তবুও আল্লাহর ভালবাসায় সদা থাকেন মগ্ন
কাটান সময় কোরআন হাদিস পড়ে
ভয় ভীতি থেকে তিনি অনেক দুরে।
কষ্টে আমার বুক ভেঁঙ্গে যায়
চোখ বেয়ে নামে জল,
এভাবে কতদিন পড়ে রইবেন
আমাদের প্রানপ্রিয় কুরআনের বুলবুল।
জাগতে হবে জাগাতে হবে
জাতীর ঘুমন্ত বিবেকে দিতে হবে নাড়া ,
ষড়যন্ত্রের প্রসাদে জ্বালালে আগুন
তবেই পওয়া যাবে জনতার সাড়া।
ভাঙ্গঁতে হবে লৌহ কপাট
সৈরাচারের গদিতে দিতে হবে আগুন,
যবে আল্লামা সাঈদী মুক্ত হবেন
জনতার মনে তবেই জাগবে ফাগুন।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন