স্বৈরতন্ত্রের বিষবৃক্ষে বাকশালী ফল

লিখেছেন লিখেছেন স্বাধীন কন্ঠ ৩১ মে, ২০১৩, ০৬:০৩:৪০ সন্ধ্যা

আওয়ামীরা ক্ষমতায় আসার পর বিডিয়ার বিদ্রুহের নামে সুপরিকল্পিত ভাবে দেশের সাহসী সন্তান সেনাবাহিনীর ৫৭ জন সিনিয়র অফিস্যার কে হত্যার মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে বীজ বুনেছিল তা থেকে জন্ম নিয়েছিল এক বিষবৃক্ষ । সেই বিষবৃক্ষের নিচে দেয়া হয়েছে হাজার হাজার মানুষের লাশ, জলের পরিবর্তে দেয়া হয়ছে অগণিত মানুষের রক্ত। এই বিষবৃক্ষ কে বাঁচিয়ে রাখতে শেয়ারবাজারকে মেরেফেলা হয়েছে। ইউনিপেটুইউ, হলমার্ক , পদ্মাশেতুর নামে হাতিয়ে নেয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। বিষবৃক্ষের নিরাপত্তার হুমকি মনে করে গুম করা হল ইলিয়াস আলী, চৌধুরী আলম,শ্রমিক নেতা আমিনুল, শিবির নেতা শাহ ওয়ালী উল্লাহ, মোকাদ্দাস বিল্লাহ কে, খুন করা হল সাংবাদিক দম্পতি সাগর –রুনিকে, প্রকাশ্য দিবালোকে চাপাতির আঘাতে ছাত্রলীগের সোনার ছেলেরা খুন করলো বিশ্বজিৎ কে । বিষবৃক্ষের কুফল মানুষের কাছে বলতে গিয়ে কারারুদ্ধ হলেন মাওলানা নিজামী , আল্লামা সাঈদী সহ দেশপ্রেমিক ইসলামি নেতৃত্ব। পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দিতে ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন। বিষবৃক্ষের প্রহরীগণ রাষ্ট্রের দেশপ্রেমিক জনগণকে তাদের শত্রু বলে মনে করে। মানুষের রক্ত আর নাস্তিকদের পরিচর্যা পেয়ে বিষবৃক্ষের শাখায় প্রশাখায় আজ অসংখ্য বিদ্ঘূটে দুর্গন্ধযুক্ত ফুলের সয়লাব। সেই ফুল থেকে ধীরে ধীরে পরিণত হয়েছে বিষযুক্ত বাকশালী ফলে । আর তা নিরীহ জনগণকে সরকারের পেটুয়া বাহিনীর মাধ্যমে মাথায় বন্দুক ঠেকিয়ে খাইয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে । জোর করে এই বিষাক্ত বাকশালী ফল খাওয়াতে গিয়ে কেউ যাতে চেঁচামেচি করতে না তার জন্য সভা সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছে । ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়াগুলো কে করা হয়েছে নিয়ন্ত্রণ যাতে এই দৃশ্য কেউ ধারন করতে না পারে আর যে সকল মিডিয়া বাকশালের নিয়ন্ত্রনে থাকা পছন্দ করেনি তাদেরকে রাতের আঁধারেই বন্ধ করে দেয়া হয়েছে ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সর্ব কালের সেরা মার্কসধারী মেধাবী ছাত্রনেতা শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন তাদের দৃষ্টিতে বড্ড বেয়াড়া ! ৫২ দিন রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করেও খাওয়ানো যায়নি বাকশালী ফল।

আমারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক বীর পুরুষ মাহমুদুর রহমান, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরির উপরও প্রয়োগ করা হয়েছে একই পদ্ধতি ।

চরম নির্যাতন চালিয়ে প্রত্যেককেই পাঠিয়ে দেয়া হয়েছে মৃত্যুর দুয়ারে।

এখনই সময় জেগে উঠার । কুঠারের আঘাতে ছিন্ন ভিন্ন করে দিতে বিষবৃক্ষের সকল শাখা –প্রশাখা। বাকশালী ফলসহ আওয়ামী বিষবৃক্ষ কে শিকড় সহ উপড়ে ফেলতে না পারলে একই পরিণতি অপেক্ষা করছে ১৬ কোটি মানুষের ভাগ্যে।

বিষয়: রাজনীতি

১১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File