কেড়ে নিতে চায় সব অধিকার
লিখেছেন লিখেছেন স্বাধীন কন্ঠ ২১ মে, ২০১৩, ১১:১৭:৫৫ রাত
জনপ্রিয়তা হারিয়ে আওয়ামীরা আজ বড্ড বেসামাল,
গণতন্ত্রের গলায় ছুরি চালিয়ে আনতে চায় বাকশাল।
সভা সমাবেশ বন্ধ করে রুখতে চায় তারা গনজোয়ার,
বাকশালী আইন কায়েম করে কেড়ে নিতে চায় সব অধিকার।
যখন তখন খুন হয়ে যায় গুম হয়ে যায় জনগণ,
ক্ষমতায় ঠিকে থাকতে তারা নির্বিচারে মারে মানুষজন।
৫ এপ্রিলে শাপলা চত্তরে নেমেছিল সেদিন জনতার ঢল,
মুখে ছিল তাকবির ধ্বনি রাসুলের ভালবাসায় তার ছিল অবিচল।
নিরপরাধ আলেমদের উপর আওয়ামীরা চালাল নির্মম গণহত্যা ,
তাদের হাতে নিরাপদ নয় দেশ, হুমকির মুখে আজ জাতিসত্তা।
ক্ষমতার মোহে রক্তের নেশায় নির্বিচারে মারল আলেমগণ।
২৫ শে মার্চের কাল রাত্রির মত ৬ এপ্রিলে মারল অগণন।
সত্য প্রকাশে ভীত হয়ে মিডিয়া কে নিয়ন্ত্রণ করলো সরকার,
জনগণ বুঝল দিগন্ত টিভি ও আমার দেশ আজ খুব দরকার।
ফ্যাসিবাদী বাকশালের আলামত আজ সবখানে পাওয়া যায়,
যালিমের রুশানলে পড়ে মানুষ আজ বড় অসহায়।
আওয়ামীরা হ্নদয়ে লালন করে ইসলামের বিদ্ধেষ,
আলেমদের ফাসি দিয়ে তারা ইসলাম করতে চায় নিঃশেষ ।
প্রতিটি কারবালার পরেই জাগে মুসলমানের ঈমান,
জীবন দিতে পরওয়া করেনা রাখতে দিনের সম্মান।
বাকশালী আইন কায়েম করে অতীতেও কেউ পায়নি পার,
জাগলে জনতা রুখা যাবে না ফিরিয়ে আনবে তারা সব অধিকার।
বিষয়: বিবিধ
৭৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন