লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ
লিখেছেন লিখেছেন শাহিন আলম ২১ আগস্ট, ২০১৩, ০৮:৩৪:৪৫ সকাল
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো: সদর উপজেলার রশিদপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে নাসির, তোফায়েল আহমদের ছেলে বাহার, আলী আহমদের ছেলে মহিম ও আবুল হাশেমের ছেলে মাসুদ।
পুলিশ ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, আবুধাবী প্রবাসী ব্যক্তির ঘরের বেড়া কেটে রবিবার গভীর রাতে ৫-৬ জন বখাটে যুবক ভিতরে ঢোকে। তারা প্রবাসীর স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে বাড়ীর পাশের একটি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষিতা জানান, ঘটনার আগের দিন তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবী করে স্থানীয় বখাটে নাসির ও তার সহযোগিরা। এ টাকা না পেয়ে রাতে ৫-৬জন যুবক তার ঘরে ঢুকে হাত পা ও মুখ বেঁধে গলার সোনার হার ও কানের দুল ছিনিয়ে নিয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী বাগানে তুলে নিয়ে যায়।
বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম জেহাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন