জামায়াতের ২ শীর্ষ নেতার ৩ মাসের জেল ও একজনের জরিমানা
লিখেছেন লিখেছেন শাহিন আলম ০৯ জুন, ২০১৩, ০৮:০৫:৫৬ রাত
আদালত অবমাননার দায়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এমপিকে ৩ মাসের জেল এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় অপর আসামি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী কমিটির সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করেছে ট্রাইব্যুনাল।
আজ সকালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য ও দেশে ‘গৃহযুদ্ধের’ হুমকি দেওয়ার অভিযোগে এই তিন জামায়াত নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
জামায়াতের এই ৩ নেতাকে গত ২১ এপ্রিল আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করেন ট্রাইব্যুনাল। ৩ জনের মধ্যে সেলিম উদ্দিন কারাগারে আটক রয়েছেন।
সুত্র নিউজ পেপার
বিষয়: বিবিধ
১৭৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন