রম্য রচনা সংবাদিক আক্কেল আলী, বিষয়ঃ লাঠির মাথায় গণতন্ত্র ৪

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৯ জানুয়ারি, ২০১৯, ০৬:১২:৪৮ সন্ধ্যা

আক্কেল তার এসাইনমেন্টের অংশ হিসাবে রংপুর থেকে সদ্য নির্বাচিত, জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য দায়িত্ব প্রাপ্ত, যাত্রাই পার্টির বর্ষীয়ান নেতা মাইন্ড চেনজ সাদের অপেক্ষায় একটি পরিপাটি রুমে বসে আছে। অল্প সময় পর মাইন্ড চেনজ সাদ একটি হুইল চেয়ারে করে রুমে প্রবেশ করল। সালাম কালাম বিনিময়ের পর আক্কেল জিজ্ঞাসা করল স্যার কেমন আছেন। মাইন্ড চেনজ সাদ বলল এই বয়েসে আর থাকা। আক্কেল প্রশ্ন করল, স্যার এই নির্বাচন কতটুকু ফেয়ার হয়েছে বলে আপনি মনে করেন। মাইন্ড চেনজ সাদ বলল আমি তো সেই সময়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ছিলাম তাই নির্বাচন সম্পর্কে কিছু না বলাই ভাল মনে করি বলে বিষয়টি এড়িয়ে গেল। তারপর যোগ করল আর বলবই বা কী, এই নির্বাচন সম্পর্কে কারো জানতে তো আর কিছু বাকী নেই, এখন সব কিছুই দিনের আলোর মত পরিষ্কার! তবে এতটূকু না বললেই নয় রংপুর থেকে আমি বরাবরই নির্বাচিত হয়েছি এমন কী যখন আমি এবং আমার দল অত্যন্ত খারাপ অবস্থা মোকাবেলা করছিল তখনও। আমার কথা একটাই আমার এই জয় জেনুইন জয় অন্য সবার মত বাটপারী করে জয় নয়। আক্কেল বলল, কিন্ত স্যার এইবার তো আপনার প্রাপ্ত ভোট অন্য বারের চেয়ে অনেক বেশী---। মাইন্ড চেনজ সাদ আক্কেলকে থামিয়ে দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ। আসলে কী ঘটেছিল? কেন ঘটেছিল? তা না জানলেও বুঝতে পারছি এই রেজীম ক্ষমতা হারানোর ভয়ে সব কিছু তালগোল পাকিয়ে ফেলেছে। বাটপারী তো বাটপারী তার একটা সীমানা থাকা চাই কিন্ত তারা বাটপারীরও সব সীমানা অতিক্রম করেছে, ফলে নির্বাচনের রেজাল্টেও তার ছাপ সুস্পষ্ট। তারাতো ফাসছে সাথে সাথে আমাদেরকেও খামখা ফাসিয়েছে। দুঃখের কথা আর কী বলবো আমার আসনও এর থেকে মুক্ত ছিল না।

আক্কেল বলল, স্যার আপনারা জোট গত ভাবে নির্বাচন করার পর কেন সরকারে না থেকে বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছেন। মাইন্ড চেনজ সাদ বলল, তুমি তো ভাল করেই জান জেনুইন বিরোধী দলকে লাইঠাল বাহিনীর সাহায্যে কিভাবে প্রতিরোধ করা হয়েছ। কিন্তু সমস্যা হ’ল বিরোধী দল বিহীন সংসদ তো অর্থব অকার্যকর সংসদ; তাই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের উপর এই বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। বলতে পার অনেকটা নিরুপায় হয়েই এই ভূমিকা পালন করতে হচ্ছে। আক্কেল বলল কিন্ত সংসদে আপনাদের এই ভূমিকাকে নিরুপায় হয়ে নেওয়া বলছেন। মাইন্ড চেনজ সাদ বলল, নিরুপায় হয়ে বলার পিছনে অনেক কারন রয়েছে, দেশের সবাই বুঝে আমরা গৃহপালিত বিরোধী দল এবং আমাদের সরকারের বিরোধীতা করাও এক ধরনের ধোকাবাজী ছাড়া আর কিছু নয়। যেখানে এই সংসদই ভুয়া সেখানে আমরা কী ভাবে জেনুইন বিরোধী দল হই। তুমি সংবাদিক হিসাবে তো ভাল করেই জান বর্তমান রেজীম হ’ল চরম অসহিষ্ণু ফ্যাসিস্ট রেজীম, তারা কখনও কারো মতামতের কোন ত্তয়াক্কা করে না শুধু তাই নয় বরং নিষ্ঠুর ভবে সকল ধরনের বিরোধী মতামতকে দমন করে। এই জন্য আমাদের মাঝে সব সময় এই ভয় কাজ করে, বিরোধী বিরোধী খেলা খেলতে যেয়ে কখন না আবার তাদের রোষের কবলে পরে যাই, জেনুইন বিরোধী দলের ব্যাক্তিদের ন্যায় হত্যা খুন গুম এর শিকারে পরিনত না হই! তা ছাড়া আমাদের দলের অধিকাংশ সদস্যদের মতামতও ছিল এই ধরনের ঝামেলায় না জড়িয়ে মন্ত্রী হওয়ার পক্ষে।

আক্কেল বলল স্যার আপনার কথা যদি সত্য ধরে নেই তবে আপনারা তাদের সরকারে মন্ত্রী বা অন্য পজিশনে গেলেও তো একই সমস্যায় পড়ার কথা ছিল কিন্ত বাস্তবে তো আমরা তা দেখি নাই। মাইন্ড চেনজ সাদ বলল তাদের সাথে ক্ষমতায় অংশ নেওয়া এবং তাদের বিরোধীতা করা এক বিষয় নয়। তুমি তাদের বিরোধীতা যে ভাবেই করনা কেন তা গঠনমূলক হোক বা তাদের অনুমতি সাপেক্ষে হোক, প্রতিটি ক্ষেত্রেই রয়েছে পদে পদে বিপদে পড়ার বিশাল সম্ভবনা। কারন তাদের সব ক্ষমতার উৎস এই দেশের মালিক আম জনতা নয় বরং লাঠি। আর লাঠির উপরে ভরসা করলে অন্যদের ক্ষেত্রে যা ঘটে তাদের ক্ষত্রেও তাই ঘটেছে, ভয় অস্টপৃষ্ঠে ঘিরে ধরেছে, সবাইকে শত্রু মনে করেছে। লাঠি শব্দটি শুনে আক্কেল মাথায় তার হাত দিল, বিচক্ষণ মাইন্ড চেনজ সাদের দৃষ্টিতে তা এড়াল না। সে হাসতে হাসতে আক্কেলকে বলল কী তোমার মাথায়ও কী একখান লাঠির বারি পরেছিল। আক্কেল বলল আমি সংবাদিক, তাকী না পরে পারে, বলে হাসতে লাগল, মাইন্ড চেনজ সাদও তার সাথে হাসিতে যোগ দিল।

বিষয়: বিবিধ

৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File