২০১৪ সনের ন্যায় পুনঃরায় যেনতেন ভাবে নির্বাচন জয়ের যত চেষ্টা -শেষ পর্ব

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৬ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩১:৪৯ সকাল

“ইবলিশী পরিকল্পনার”-৩ টার্গেট বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এমন এক ব্যাক্তি যে কিনা যখনই বাংলাদেশর রাজনৈতিক নেতারা এই দেশ ও অধিবাসীকে বিপদের মুখে ফেলে দিয়ে কোন দিক নির্দেশনা দিতে ব্যার্থ ঠিক তখনেই বিস্ময়কর ভাবে চরম বিপদকে আলিঙ্গন করে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয় মুক্তিযুদ্ধের মূল চেতনা বহুদলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি দেশবাসীকে উপহার দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বি, এন, পি। বর্তমান ফ্যাসিস্ট রেজিম তাদেরকে নিস্কৃয় করে দেওয়ার জন্য বহু ভাবে চেষ্টা করে কিন্ত ব্যার্থ, এই ইতিহাস বিরাট বিশাল বিধায় তা এখানে আলোচনা করব না। শুধুই কী ব্যার্থ বরং বর্তমান বাংলাদেশে এই দলটির প্রতীক “ধানের শীষ” কোন দলের প্রতীক না হয়ে হয়ে গিয়েছে গণতন্ত্র পুনঃরোদ্ধারের প্রতীক। যেহেতু গণতন্ত্র পুনঃরোদ্ধার হল বর্তমান সময়ের দাবী তাই নৌকা ও “ধানের শীষ” ছাড়া অন্য প্রতীকগুল নির্বাচনে তেমন কোন প্রভাব বিস্তার করতে পারবে না স্বাভাবিক ভাবেই । সবচেয়ে মজার বিষয় হল “ধানের শীষ” চাচ্ছিল বেলা অবেলা শেষ বেলায় এসে “নৌকা” তাদের উপর আক্রমণ নিপীড়ন নির্যাতন চালিয়ে “ধানের শীষ”কে কোন দলের নয় বরং গণতন্ত্রের প্রতীক রূপে প্রতিষ্ঠা করে দিওক। অবাক কান্ড নৌকাও তক্কে তক্কে সে ফাঁদে পা ফেলে “ধানের শীষ”কে কোন দলের নয় বরং গণতন্ত্রের প্রতীক রূপে প্রতিষ্ঠা করে দেয়! তাই এই গণতন্ত্র পুনঃরোদ্ধারের প্রতীক “ধানের শীষ” সমর্থদের প্রতি আজকে পুরো প্রশাসন যে নির্যাতনের স্টিম রোল চালাচ্ছে তা তাদের লাভের চেয়ে ক্ষতিই করবে বেশী। আজকে “ধানের শীষ”এর প্রতীক নিয়ে কলাগাছকে দাঁড়া করালেও নির্বাচনে জিতে যাবে কোন ধরনের প্রচার প্রচারনা ছাড়াই। কেননা “ধানের শীষকে” ইতিমধ্যে তারা গণতন্ত্রের প্রতীক রূপে প্রতিষ্ঠা করে দিয়েছে নৌকার লোকেরাই!! হে আল্লাহ কোন দলকে নয় গণতন্ত্রের প্রতীক“ধানের শীষ”কে কবুল কর।

বিষয়: বিবিধ

৬৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File