নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও তৃতীয় শক্তি

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৫:৪৬:৪১ বিকাল

আগের একটি পোস্টে আমি লিখে ছিলাম বাংলাদেশে একটি জবাবদিহিতা মূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠীত হোক তা একটি আঞ্চলিক শক্তি চায় না। এই শক্তিটি

সকলের কাছে গ্রহণ যোগ্য একটি নির্বাচন বাংলাদেশে হোক তা চায় না। এই জন্য গোপনে গোপনে কাজ করে যাচ্ছে। তাদের কাজের ধরন দেখে মনে হচ্ছে তারা চাচ্ছে বর্তমান ক্ষমতাসীন একটি দলকে বুঝনো যে তারাই নির্বাচনে বিপুল বব্যাধানে জয়ী হবে! তাই কোন চিন্তা না করে এক হাতে হ্যারিকেন এবং অন্য হাতে ডাণ্ডা নিয়ে জয়ের মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রতি পক্ষকে ঠাণ্ডা করার কাজে লেগে যাও।

অপর দিকে আশ্বাস দেওয়ার ফলে বিরোধী দলের মাঝে যে বিশ্বাস ফিরে আসছিল তা ক্রমেই মিলিয়ে যেয়ে তার স্থান দখল করবে অবিশ্বাস ও হানাহানি মারামারি। ফলে সকলের কাছে গ্রহণ যোগ্য নির্বাচন হওয়া অসম্ভব। যার অবসম্ভাবী ফলাফল হল নির্বাচনের পরও আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের পরিবর্তে অ-গণতান্ত্রিক বাংলাদেশকেই পাবো। আর অ-এই গণতান্ত্রিক বাংলাদেশর মাথায় যারা কাঁঠাল ভেঙ্গে খাচ্ছিল তাদের সেই খাওয়াতে কোন ব্যাঘাত ঘটবে না বলেই আশা করা যায়।

তৃতীয় শক্তির বিভিন্ন ষড়যন্ত্রমূলক প্লান যেমন, জঙ্গীবাদ, পাকিস্তান, পাকিস্থানের গোয়েন্দা সংস্থা, জামাত এবং বি এন পি ইত্যাদি থাকলেও আশার বিষয় হল বাংলাদেশের অনেকেই এখন এই তৃতীয় শক্তির ষড়যন্ত্র সম্পর্কে সজাগ।

বিষয়: বিবিধ

৫১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File