আসন্ন বিপদ বুঝতে পেরে অং সান সুচির নতুন সুর
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৪৯:১৫ দুপুর
অং সান সুচি বলেছেন মুসলমানরা কেন আরাকান থেকে পালিয়ে বাংলাদেশ যাচ্ছে তা তিনি জানেন না? যেখানে দুনীয়ার সবাই জানে কেন তারা পালিয়ে বাংলাদেশ আসছে অথচ তিনি বলছেন তিনি তাদের পালানোর কারন জানেন না! তা তিনি খুঁজে বের করবেন! ভাল কথা আপনাদের লোকেরা যাদেরকে আগুনে পুড়িয়ে, পানিতে ডুবিয়ে মেরেছেন এবং গায়েব করে ফেলেছেন তাদেরকে আমরা কোথায় খুঁজে পাব তা আমাদের বলে দিন। যারা আপনাদের বর্বরচিত নির্যাতন সয্য করতে না পেরে বাংলাদেশে এসেছে তাদেরকে বাংলাদেশ সরকার গায়েব করে দেয়নি। আসুন বাংলাদেশে তাদের সাথে কথা বলুন তবে জানতে পারবেন কেন তার বাংলাদেশে এসেছে।
জানি আপনারা তা করবেন না। আপনি যদি ন্যায়ের পক্ষে থাকতেন তবে অবশ্যই আপনি, ১৯৮২ সনে তাদের থেকে যে নাগিরত্ব কেরে (Revoke) নিয়ে ছিলেন তা তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলতেন। আরাকানে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার তদন্তের জন্য আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের কথা বলতেন। শান্তির স্বার্থে অপরাধীদের বিচারের কাঠগোরায় দাঁড়া করানোর কথা বলতেন কিন্ত আপনি তা করেননি, বরং আসন্ন বিপদ বুঝতে পেরে চালবাজি করেছেন, অতীতেও আপনারা একই কাজ করেছেন।
আপনি বলেছেন শান্তি প্রতিষ্ঠার কথা? কিন্ত সবগুল সমস্যাকে পাশ কাটীয়ে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবেন? আসলে আপনারা আসন্ন বিপদ বুঝতে পেরে চালবাজি করছেন, বিপদ কেটে গেলে আবারও রোহিঙ্গা হত্যার উৎসবে মেতে উৎবেন।
বর্তমান অবস্থার পরিপেক্ষিতে রাখাইনে/আরাকান শান্তি প্রতিষ্ঠা সম্ভব কিন্ত তা আপনাদের দ্বারা নয় বরং জাতিসঙ্ঘের বা ইসলামী দেশগুলর হস্তক্ষেপের মাধ্যমে। অতীতের শিক্ষা আমাদের তাই বলে দিচ্ছে।
বিষয়: বিবিধ
৬৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বরং দেখা যায় এরা বা এদের জন্য শান্তি প্রক্রিয়া শুরু করা যায় না বা এরা শান্তি প্রক্রিয়ায় আদৈ আগ্রহী নয় ।
নোবেল শান্তি পুরুষ্কার বিতর্কিত একটি পুরষ্কার। ওবামাকে যখন নোবেলের জন্য মনোনীত করা হয় তখন তিনি তার প্রথম মেয়াদে ক্ষমতায় বসার ৩ সপ্তাহ পার করেছিলেন ! কি কারণে সেটা পেয়েছিলেন মনে হয় ওবামা নিজেও সেটা বুঝতে পারেন নাই।
লাইবেরিয়ার কোন এক মহিলা গাছ লাগানোর জন্য নোবেল শান্তি পদক পেয়েছিলেন!!
নোবেল পুরষ্কার যেহেতু পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ্কার গুলোর একটি সেহেতু এই পুরষ্কার প্রাপ্ত্যদের কাজও সেরকম হবে বলে দেখতে চায় বিশ্ববাসী।
আর এই জন্যই আপনার পেয়ারের হাসিনা বু এত চেষ্টা করার পরও ‘নোবেল’ পাচ্ছে না কারন বাংলাদেশের বাহিরে বসে তাকে টেনে নামানোর লোকের সংখ্যা নেহায়ৎ কম নয়।
যে সময়ে হোয়াইট হাউজে ইফতার চলছে হয়ত দেখবেন সে সময়ে মিত্র রাষ্ট্র ইসরায়েলকে আত্মরক্ষার জন্য বাহবা দিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর মত হাসুবুও বাংলাদেশে বিরাট ক্যারিশমাটিক ফিগার । বাংলাদেশে উনার কোন প্রতিদ্বন্ধি নেই এবং থাকলেও উনার ইমেজের কাছে নস্যিমাত্র।
এ সম্পর্কে আমি সাম্যক অবহিত। আমি এখানে কেন পুরস্কারটা ছিলিপ কেটে চলে যাচ্ছে আচলে বাঁধা যাচ্ছে না সে সম্পর্কে আমার মতামত ব্যাক্ত করেছি মাত্র। পুরস্কার পাউক বা না পাউক, মানবতার স্বপক্ষে আপনার বুর বর্তমান অবস্থান অব্যশই প্রসংশার দাবী রাখে। আমি বিশ্বাস করি ভাল কাজের ফলাফল কখনও ব্যার্থ হতে পারে না।
মন্তব্য করতে লগইন করুন