Satan Raising No Where is Safe

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:৪০:৪৩ দুপুর

আজকে বার্মার আরাকানে যে বর্বরজিত উপায়ে মানুষকে, বিশেষ ভাবে নারী ও শিশুদেরকেদ হত্যা করা হচ্ছে তা কোন সুস্থ মানুষের কাজ হতে পারে না। এক মাত্র শয়তানের চেলা ছাড়া অন্য কারো পক্ষে এই ধরনের কাজ করার কথা ভাবাই যায় না। শুধু তাই নয় আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, ভয়ংস্কর অস্ত্র Hyrogen Bomb, Atom Bomb নিয়েও অন্যকে অক্রমন করার জন্য হুমকী দেওয়া হচ্ছে। বিভিন্ন মানব অধিকার সংগঠনগুল বার্মার আরাকানের অসহায় মানুষকে রক্ষায় জাতিসংঘের ব্যার্থতাকে দায়ী করেছেন। আজকে যদি জাতিসংঘ বার্মার শয়তানী চক্রকে রুখে দিতে না পারে তবে আমাদের জন্য হয়ত যে পৃথিবী থাকবে তা কারো জন্যই নিরাপদ নয়। যদি “ভেটোর” চক্করে আজকে জাতিসংঘ এই শয়তানের চেলাদের রুখে দিতে ব্যর্থ হয়, তবে ইসলামী দেশেগুলর উচিত এই সংঘ থেকে বের হয়ে এসে নতুন একটি জাতিসংঘের গোড়া পত্তন করা যারা জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। প্রোয়জনে মানবতার মুক্তির জন্য লড়াই করতেও পিছপা হবে না।

বিষয়: বিবিধ

৭৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File