ভারতের সঙ্গে চারটি প্রতিরক্ষা ‘এমওইউ’ স্বাক্ষর

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৯ এপ্রিল, ২০১৭, ০৫:৪১:০০ সকাল

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে শুনতে পাছিলাম ভারত বাংলাদেশের সঙ্গে মাত্র একটি প্রতিরক্ষা চুক্তি করবে। কিন্ত বাস্তবে দেখছি এই চুক্তি করেছে তবে নতুন নামে “‘এমওইউ’” আরও বিস্ময়কর হল এই চুক্তি (এমওইউ) হয়েছে একটি নয় চারটি!! মনে হয় ভালভাবেই পাঠা বলী দিতে পেরেছে দিল্লী। অব্যশ্য বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা পাওয়ার বিষয়টি বরাবরের মত অন্ধকারেই রয়ে গেছে, আলোর মুখ দেখেনি। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার দলকে ‘এরূপ অসাধ্য’ সাধনের জন্য কী বলে যে ধন্যবাদ দিব তার ভাষা খুঁজে পাছি না। এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত। নিন্মে পত্রিকা থেকে এই সম্পর্কি সংবাদ তুলে দেওয়া হল।

ভারতের সঙ্গে ৪ প্রতিরক্ষা এমওইউ সই

দৈনিক যুগান্তর , ৯/০৪/২০১৭

ভারতের সঙ্গে প্রতিরক্ষা খাতে দু'দেশের সহযোগিতা সংক্রান্ত রূপরেখাসহ এ খাতে মোট চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।------

প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিষয়ক এমওইউ, স্ট্র্যাটেজিক অ্যান্ড অপারেশনাল স্টাডিজ খাতে সহযোগিতা জোরদারে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সঙ্গে ভারতের তামিলনাড়ুর ওয়েলিংটনস্থ ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজের এমওইউ, জাতীয় নিরাপত্তা উন্নয়ন ও স্ট্র্যাটেজিক স্টাডিজ খাতে সহযোগিতা জোরদারে ন্যাশনাল ডিফেন্স কলেজের সঙ্গে নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের এমওইউ এবং প্রতিরক্ষা খাতে সরঞ্জাম কিনতে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে ৫০ কোটি ডলারের ঋণ প্রদান বিষয়ক এমওইউ সই হয়।

প্রতিরক্ষা খাত ছাড়াও পরমাণু শক্তি, স্যাটেলাইট, সাইবার নিরাপত্তা, সীমান্ত হাট, বিচার বিভাগের মধ্যে সহযোগিতা এবং কানেকটিভিটি খাতে সহযোগিতার চুক্তি রয়েছে।

বিষয়: বিবিধ

৮৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File