জঙ্গী দিয়ে জঙ্গী চুক্তি !!!
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ৩০ মার্চ, ২০১৭, ০৫:৫০:৪২ সকাল
আমি আমার পূর্বের এক পোস্টে আশংকা প্রকাশ করে ছিলাম যে প্রধান মন্ত্রীর ভারত সফরের আগে ও পরে বাংলাদেশের আভ্যন্তরে নানা ধরনের অনভিপ্রত ঘটনা ঘটতে পারে। কেননা আলোচনার টেবিলে এমন কিছু চুক্তি আনা হবে যা বাংলাদেশেকে ভারতের কদর রাজ্যে পরিণত করার জন্য হবে, প্রাথমিক পদক্ষেপ। দেশের পরিবেশকে যত বিশৃঙ্খলতার দিকে নিয়ে যাওয়া যাবে, আলোচনার টেবিলে প্রধানমন্ত্রী ও তার দলকে ততই ‘বলীর গরু’ থুরী ভুল বললাম ‘বলীর পাঠা’ বানানো যাবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে আমার অনুমান কতটা সঠিক ছিল। তাদের এই মিশনকে আমরা নাম দিতে পারি, ‘জঙ্গী দিয়ে জঙ্গী’ স্বাক্ষর’!!
বিষয়: বিবিধ
৮২৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন