কাশ্মীর হোক মুসলিম উম্মার ঐক্যের মাইল ফলক
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৪ আগস্ট, ২০১৬, ০৫:৩১:৩৩ বিকাল
ভারত অধিকৃত কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভু-স্বর্গ (দুনিয়ার জান্নাত)। কিন্তু ভারত অধিকৃত কাশ্মীরের মুসলমানদের উপর ব্রাম্যবাদী শক্তির নিপীড়ন নির্যাতনের ফলে সেই ভু-স্বর্গ আজ পরিণত হইয়েছে ভু-নরকে (জাহান্নামে)। কারফিউ, হত্যা খুন, গুম ধর্ষণ আজকের ভারত অধিকৃত কাশ্মীরে পরিণত হয়েছে নিত্য নৈমিতিক ঘটনায়। মানবতা আজ সেখানে মাথা ঠুকে বার বার বিশ্ব বিবেকের কাছে বলছে, হে বিশ্ববাসী তোমরা আজ এই ব্রাম্যবাদী দানবকে ঠেকাও, ব্রাম্যবাদী দানবের সকল মিথ্য প্রচার-প্রপাগন্ডা ছুরে ফেলে দিয়ে রক্ষাকর মানবতা, রক্ষাকর ভারত অধিকৃত কাশ্মীরে মুসলমানদের।
আমরা মনে করি গণতান্ত্রিক পাকিস্তানের সকল দল তাদের মধ্যকার সকল মতভেদ ভুলে তাদের মুসলিম ভাইদের রক্ষাকল্পে ঐক্যের যে পরিচয় দিয়েছে তা বাঞ্চিত কিন্তু বিস্ময়কর। ওএইসি সহ অন্যান্য যে সকল মুসলিম সঙ্ঘ এই বিষয়ে কাজ রকছে তারমধ্যে সমন্বয় দরকার। যেহেতু ভারত অধিকৃত কাশ্মীরের মুসলমান ভায়েরা পৌত্তলিক শক্তির দ্বারা দানবীয় নিপীড়ন নির্যাতনের শীকার তাই এক্ষেত্রে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, ইরান সহ সকল মুসলিম দেশের একত্রে কাজ করার একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে। তারা একত্রে কাজ করতে পারলে তাদের মধ্যকার মত পারর্থক গুলও দূর করতে পারবে বলে আশা করা যায়। কাশ্মীরে মুসলমানদের যোগ্য প্রতিবেশী হিসাবে গণতান্ত্রিক পাকিস্তান সরকারের উপরে দায়িত্ব বর্তে, মুসলমানদের ঐক্য বিরোধী সকল বাধা গুলকে সাফল্যের সাথে অতিক্রম করে, কাশ্মীর প্রশ্নে মুসলিম উম্মাকে একত্র করনে। হে আল্লাহ মুসলমানদের ঐক্য বদ্ধ হয়ার এই সুযোগকে তুমি কবুল করে নেউ। আমিন
বিষয়: বিবিধ
২৩২২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন