এক জন স্বাধীনতা বিরোধী ও মানবতার শত্রুর ফাঁসি ও চাণক্যনীতি

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৯ মার্চ, ২০১৬, ০৯:৩১:৩৫ সকাল

এক এক করে ইসলামী নেতাদের ফাঁশি দেওয়া হচ্ছে। অভিযোগ স্বাধীনতা বিরোধী (ভারত বিরোধী) ও মানবতার শত্রু (উগ্রবাদী হিন্দুদের শত্রু )। এ কথা বলার অপেক্ষে রাখে না যে দুইটি অভিযোগ আনা হয়েছে তা অত্যন্ত গুরুতর এবং তা বাংলাদেশ কেন পৃথিবীর যে কোন সমাজেই গ্রহনযোগ্য নয়। এই ধরনের অভিযোগ এনে যে কাউকে ফাসিতে ঝুলিয়ে দিলে তাদের পক্ষে যে কেউ যাবে না তা অত্যন্ত স্বাভাবিক কিন্তু তারা ছাড়া যারা প্রকৃত ঘটনা বা সত্যটা জানে।

ইতিহাস ঘাটলে দেখা যায় যে, ইসলামী ব্যাক্তি বা দল বাংলাদেশের মধ্য থেকে ভারতের আগ্রাসনের বিরোধিতা করেছ, তাদেরকে চাণক্যনীতি প্রয়োগের মাধ্যমে স্বাধীনতা বিরোধী হিসাবে বাংলাদেশে জনতার কাছে তুলে ধরা হয়েছে এবং অনেকেই তা বিশ্বাসও করে। অন্য দিকে যারা বাংলাদেশে রাম রাজত্ব কায়েমের পথে প্রধান বাঁধা হয়ে দারিয়েছে অর্থাৎ যারা উগ্রবাদী হিন্দুদের দুশমন তাদেরকে বলা হছে মানবতার দুশমন এবং এ ক্ষেত্রেও আমরা দেখি চাণক্যনীতির সফল প্রয়োগ; বাংলাদেশের মুসলনরা তা না বুঝে বিশ্বাস করছে।

সময় থাকতে সাবধান, আপনি যদি ভারত বিরোধী হন এবং রাম রাজত্ব প্রতিষ্ঠার পথে বাঁধা বা উগ্রবাদী হিন্দুদের দুশমন হন তবে আপনার জন্য অপেক্ষে করছে স্বাধীনতা বিরোধী ও মানবতার শ্রত্রু এই দুই অভিযোগে ফাঁসির দড়ি। সাবধান সাবধান

এই নীতির সীমাবদ্ধতা ঃ তবে হ্যা যদি ১৯৭১ আপনার বয়স ১৪ বৎসর বা এর নীচে থাকে তবে রেহায় পাবেন কিন্ত তখন আসবে অন্য অভিযোগ এবং আবশ্যিক ভাবেই এটা নিশ্চিত যে, তখন চাণক্যনীতি প্রয়োগের ফলে বাংলাদেশের সকল মুসলনরা থাকবে আপনার বিপক্ষে!!!! এটা বুদ্ধীর লড়াই, হেরে গেলেনতো অঙ্গী-মঙঈ-জঙ্গী বনে গেলেন, হেরে গেলেনতো গোলাম বনে গেলেন, হেরে গেলেনতো ফাসির দড়িতে ঝুলে গেলেন।

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361930
০৯ মার্চ ২০১৬ সকাল ১১:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ মার্চ ২০১৬ দুপুর ০১:১৫
299924
আনিসুর রহমান লিখেছেন : আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
362091
১০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : যথার্থই বলছেন আনিস ভাই। আরো বেশি বেশি লিখুন। সঙ্গেই আছি।
১১ মার্চ ২০১৬ সকাল ০৫:১৩
300123
আনিসুর রহমান লিখেছেন : Thanks for your comment. I will try my best for more post

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File