নকল স্বাধীনতা

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০২ মার্চ, ২০১৬, ০৬:২৩:২৪ সকাল

আমরা স্বাধীন, না পরাধীন নাকি অন্যের অধীন

আমি নিজেকে নিজে বার বার এ প্রশ্ন করে

সূর্য সন্তানদের ডাক শুনার আগে

খুঁজে পাইনি কো কোন সমাধান ।।

একান্ন জন সূর্য সন্তান যে “স্বাধীনতাটার” জন্য

করল জীবন দান

সেই “স্বাধীনতাটা” কেন আজ কেড়ে নিল তবে

তার আধিক সাতান্ন জন সূর্য সন্তানের প্রান

কেন কেন কেন কেন????

“স্বাধীনতাটা” যখন পিলখানা খানা থেকে

ঢাকা শহরের অলিগলি হয়ে, সবুজ শ্যামল

গ্রাম বাংলার আঙিনা ঘুরে বাংলাদেশের

সীমান্তে এসে রক্তাক্ত হয়ে নালিশ জনাল

“স্বাধীনতা” তুমি ভেব না কো আর

আমরা আছি অতন্ত্র প্রহরী হয়ে সীমান্তে

বলে ছিল তারা।

যুদ্ধ শেষে বিজয়ীর বেশে ঘরে এসে দেখে

শত্রু যে কখন ছলে বলে কৌশলে

ঘরে ঢুকে গেছে, “স্বাধীনতাটার” মুখোশ এটে!

তাদের প্রিয় “স্বাধীনতাটা” যে কখন নিহত হয়েছে

নকল “স্বাধীনতাটার” কাছে!!

অবশেষে তারা যুদ্ধ নয়

নিয়তির কাছে অসহায় ভাবে পরাজিত হয়ে

অজানার দেশে পারি দিতে দিতে,

বলে গেল ডেকে ডেকে , হে বাংলাদেশ

জাগো জাগো জাগো জাগো

উঠ উঠ উঠ উঠ

রুখো রুখো রুখো রুখো

নকল “স্বাধীনতাটারে” ।

বিষয়: সাহিত্য

৯৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361084
০২ মার্চ ২০১৬ দুপুর ০১:২৫
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ মার্চ ২০১৬ সকাল ০৫:৫৭
299331
আনিসুর রহমান লিখেছেন : Thanks for visiting my blog & your comments.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File