অ্যামনেস্টি ইন্টারন্যাশনালন এর উদ্দেগ হোক সত্য প্রকাশের প্রথম ধাপ

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১১ নভেম্বর, ২০১৫, ০৭:১৩:৫৩ সকাল

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ সরকার।

এই সংক্রান্ত বিবৃতিটি প্রত্যাহার করতেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির প্রতি আহ্বান জানানো হয়েছে। গত ২৭ অক্টোবর অ্যামনেস্টির ওই বিবৃতি আসার পর শক্ত জবাব দেওয়ার কথা জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। চিঠি পাঠানোর কথাটি মঙ্গলবার গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

বাংলাদেশের লন্ডন মিশনের মাধ্যমে চিঠিটি এরই মধ্যে অ্যামনেস্টির কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

ওই বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে নিয়ে অ্যামনেস্টির বক্তব্যকে ‘তীব্র আপত্তিকর’ বলা হয়েছে ঢাকা থেকে পাঠানো চিঠিতে।

যুদ্ধাপরাধে মৃত্যুদ-প্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তির আগে অ্যামনেস্টির বিবৃতিটি আসে। বিএনপি ও জামায়াত নেতার বিচার ও আপিল প্রক্রিয়ায় ‘গুরুতর ত্রুটি’ রয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, “একাত্তরে স্বাধীনতার পক্ষের শক্তিগুলোও গুরুতর অপরাধ করেছিল। তবে তাদের কারও বিরুদ্ধে তদন্ত হয়নি বা কাউকে বিচারের আওতায় আনা হয়নি।

সত্য তো সত্য তা কে রাজা-বাদশা বা কে গরীব বা কে রাজাকার বা কে মুক্তিযোদ্ধা তা কখনই বিবেচনায় নেয় না!! ঘটনা দেখে মনে হছছে সত্যর আলো ক্রমেই প্রকাশ হওয়া শুরু হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালন এর উদ্দেগ হোক সত্য প্রকাশের প্রথম ধাপ।

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349347
১১ নভেম্বর ২০১৫ সকাল ০৯:২৬
অপি বাইদান লিখেছেন : ঠিক বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় বীর মুক্তি যোদ্ধারা অসংখ্য পাকিস্তানি সৈন্য এবং তাদের দোসর জামাতী রাজাকার হত্যা করেছে। ঐ সময় গোআজম, সাকা, মুজাহিদ গং পালিয়ে প্রানে বেঁচে গেছে। এমেনিষ্টি ইন্টারনেশনাল সেই সত্যটিই প্রকাশ করেছে। অপেক্ষায় থাকেন, যদি পূর্ব ফাঁকিস্তানকে আবার ফিরিয়ে আনা যায় তাহলে মনের সুখে মুক্তিযোদ্ধা'দের বিচার করা যাবে। তবে সাকা, মুজাইদ্দার ক্ষমা নেই। ধন্যবাদ।
১১ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪২
289955
আনিসুর রহমান লিখেছেন : যে মনে করে ২+২ = ৪ একটি ফানি যুক্তি কিন্ত ২+২ = ৫ = সঠিক
তার বুঝার ক্ষমতা যে কী, বুঝার জন্য কোন বুদ্ধি খরচের দরকার পরে না।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগর গুরুত্ব বুঝেছেন বলেই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুঝেছেন প্রতিক্রিয়া যানিযেছেন কিন্ত আপনার মত ----- বুঝ বুঝলে সে কখনই এর প্রতিবাদ জানাত না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগর গুরুত্ব বুঝেছেন বলেই মুরগী শারিয়ার বোন আফরোজ বুবু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে রাজাকার বলে গালী দিয়েছে কিন্ত আপনার মত ----- বুঝ বুঝলে সে কখনই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে রাজাকার বলে গালীগালাজ করত না।
ভোটের আগে ভারতীয় জনতা পাটি বলে ছিল তাদের ভোট না দিলে ভারত পাকিস্তান হয়ে যাবে, জনগণ তাদের ভোট দেয়নি তারপাও ভারত পাকিস্তান হয়ে যায়নি। একই ভাবে সত্য প্রকাশ পেলে বাংলাদেশ, বাংলাদেশই থাকবে, পাকিস্তান হবে না, এটা সবাই বুঝে কিছু আবাল ছাড়া। ধন্যবাদ।
১১ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫৩
289956
অপি বাইদান লিখেছেন : 2+2= Joker Naek.......
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:০১
289958
অপি বাইদান লিখেছেন : সত্য তো প্রকাশ করেছে। ৭১ এ মুক্তিযোদ্ধা'দের হাতে বীর রাজাকার বাহিনীর শহীদ হওয়ার দুঃখ/ব্যাদনা নিয়ে এমেনিষ্টি হা্উ/মাউ করছে। জামাতের টাকা উসল করতে হবে না??
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৬
289976
আনিসুর রহমান লিখেছেন : আপনি আপনার প্রথম মন্তব্যে বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সত্যকে প্রকাশ করেছে।
এখন বলছেন (সম্ভবত সত্য প্রকাশের ফলাফলকে বুঝতে পেরে), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জামাতের থেকে টাকা খেয়েছে!!!!
আপনার এই অবস্থা দেখে আমার একটা ছোট্ট ঘটনার কথা পরল। আমার এক ঘনিষ্ঠ বন্ধু, আমরা সবাই যারে তার উল্ট-সিধা বুদ্ধির জন্য এড়িয়ে চলতাম, সে তার সাথে উঠাবসা করত, এক দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি ঐ লোকের সাথে উঠাবসা কর, উত্তরে সে আমাকে যা বলল তা শুনে আমার আক্কেল গুরুম। সে বলল, “ অনেক সময় আবাল দিয়েও কাজ হয়।
এখন আমার মনে হছেছ “আবাল” দিয়ে কাজ হলও হতে পারে কিন্তু আপনার মন্তব্যের উত্তর দেওয়া বোকামি কেননা শুধু সময় নষ্ট হবে। কোন কাজ হবে না।
349369
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৬
অপি বাইদান লিখেছেন : আহ! ফেরেস্তার মত নিস্পাপ রাজাকারের বাচ্চাকে এ ভাবে মারা হছ্ছে। যান, ব্লগে কাঁন্নাকাটি না করে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আ্যামেনিষ্টিকে মামলা করতে বলেন।


১১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৮
289977
আনিসুর রহমান লিখেছেন : আপনার এই অবস্থা দেখে আমার একটা ছোট্ট ঘটনার কথা পরল। আমার এক ঘনিষ্ঠ বন্ধু, আমরা সবাই যারে তার উল্ট-সিধা বুদ্ধির জন্য এড়িয়ে চলতাম, সে তার সাথে উঠাবসা করত, এক দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি ঐ লোকের সাথে উঠাবসা কর, উত্তরে সে আমাকে যা বলল তা শুনে আমার আক্কেল গুরুম। সে বলল, “ অনেক সময় আবাল দিয়েও কাজ হয়।
এখন আমার মনে হছেছ “আবাল” দিয়ে কাজ হলও হতে পারে কিন্তু আপনার মন্তব্যের উত্তর দেওয়া বোকামি কেননা শুধু সময় নষ্ট হবে। কোন কাজ হবে না।
349439
১১ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৭
শেখের পোলা লিখেছেন :
বুঝলেই মঙ্গল৷ আমরা ভিক্ষা চাইনা শুধুই কুত্তা ঠেকাতে চাই৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File