আইনে আস্থা আছে, বিচারে নেই’

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৩ নভেম্বর, ২০১৫, ০৫:১৬:৩২ বিকাল

নিহত প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকবললেন, ‘আইনে আস্থা আছে, বিচারে নেই’

গত পাঁচ থেকে সাত বছরের নজির টেনে নিহত প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা আছে, আস্থা আছে কিন্তু চলমান বিচারের প্রতি আস্থা নেই। !!!!!!!

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মামলার প্রস্তুতি নেওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348356
০৩ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৪
হতভাগা লিখেছেন :
মানির মান পাহাড় সমান

হাজার জুতা খেলেও হয় না অপমান


সাগর-রুনির হত্যার কালপ্রিটকে এখনও খুঁজে পাওয়া যায় নি , ৪৮ ঘন্টা গত সাড়ে ৩ বছরেও শেষ হয় নাই ।

আইন হল কাজির গরু - কিতাবে আছে গোয়ালে নেই ।

349068
০৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৭
আনিসুর রহমান লিখেছেন : ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। বাংলাদেশের বিচার বিভাগ শুধু মাত্র যে বাংলাদেশীদের আস্থা হারিয়েছে তা নয় বরং আন্তর্জাতিক ভাবেও গ্রহন যোগ্যতা হারিয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File