অ্যামনেস্টি নব্য রাজাকারে পরিণত হয়েছে: তুরিন আফরোজ

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০১ নভেম্বর, ২০১৫, ০৪:৪৮:৩১ বিকাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নব্য হানাদার বাহিনী ও রাজাকারে পরিণত হয়েছে। একাত্তরে রাজাকার, আলবদর, আলশামসরা যেভাবে কথা বলতো, সেই একই ভাষায় কথা বলছে সংগঠনটি। তারা মুক্তিযোদ্ধাদের বিচারের কথা বলে ঔদ্ধত্য প্রদর্শনও করছে।

শনিবার সকালে রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন ও নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। গোলটেবিল বৈঠকটির আয়োজন করেছে রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট ইনস্টিটিউট (রাত্রি)।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কিন্তু তারা কতোটা স্বচ্ছ? তারা তাদের ওয়েবসাইটে ডোনারদের নাম উল্লেখ করে না। কাদের টাকায় তারা সংগঠন চালায়?

গোলটেবিল বৈঠকে উপস্থিত আছেন রাত্রির নির্বাহী পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ

100% Copy-Past

বিষয়: বিবিধ

৯২২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348113
০১ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
রক্তলাল লিখেছেন : উন্মুক্ত মঞ্চ করে এদেরকে যাত্রা পালা গান করার ব্যাবস্থা করে দেওয়া উচিৎ।

এরা পাগল না অভিনয় কলাকুশলী বুঝা মুসকিল। But very entertaining.

৯৫% মানুষ যে তাদের এসব বলদামি বিশ্বাস করেনা একবারও কি এটা তাদের মাথায় আসে না?

348117
০১ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
শেখের পোলা লিখেছেন : একদিন দেখা যাবে দেশের সকলেই রাজাকারদের হয়ে সত্যই কথা বলবে৷ তখনই এরা পড়বে মুশিলে৷তার আগে সরে পড়া ভাল৷
০২ নভেম্বর ২০১৫ রাত ০২:০৯
289040
আনিসুর রহমান লিখেছেন : Inshallah when truth come falsehood should be disappear
348118
০১ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
রক্তলাল লিখেছেন : তুরিন ম্যাডাম রাজাকার সার্টিফিকেট কেন্দ্র খোলা উচিৎ।
০২ নভেম্বর ২০১৫ রাত ০২:০৫
289039
আনিসুর রহমান লিখেছেন : তার সে কেন্দ্র থেকে দুর্লভ সেই সাটিফিকেট কিনে যাদুঘরে রাখার জন্য কেন্দ্র খোলার অপেক্ষায় থাকলাম।
348132
০১ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৯
হতভাগা লিখেছেন : তুরিন আপা পছন্দ না হলে যে কাউকেই তুড়ি মেরে রাজাকার বানিয়ে দিতে পারেন
348149
০২ নভেম্বর ২০১৫ রাত ০২:০০
আনিসুর রহমান লিখেছেন : আপনার মন্তব্যের জ্বলন্ত প্রমান হল তার এই উক্তি।
উক্তি of the Year.
348237
০২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জনাবকে ধন্যবাদ দিতেই হয়!..
348294
০৩ নভেম্বর ২০১৫ সকাল ০৫:০৪
আনিসুর রহমান লিখেছেন : আপনার ধন্যবাদ, এই ধরনের সচেতনতা মূলক পোস্ট দিতে আমাকে আরও উৎসাহ যোগাবে। আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File