অ্যামনেস্টি নব্য রাজাকারে পরিণত হয়েছে: তুরিন আফরোজ
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০১ নভেম্বর, ২০১৫, ০৪:৪৮:৩১ বিকাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নব্য হানাদার বাহিনী ও রাজাকারে পরিণত হয়েছে। একাত্তরে রাজাকার, আলবদর, আলশামসরা যেভাবে কথা বলতো, সেই একই ভাষায় কথা বলছে সংগঠনটি। তারা মুক্তিযোদ্ধাদের বিচারের কথা বলে ঔদ্ধত্য প্রদর্শনও করছে।
শনিবার সকালে রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন ও নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। গোলটেবিল বৈঠকটির আয়োজন করেছে রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট ইনস্টিটিউট (রাত্রি)।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কিন্তু তারা কতোটা স্বচ্ছ? তারা তাদের ওয়েবসাইটে ডোনারদের নাম উল্লেখ করে না। কাদের টাকায় তারা সংগঠন চালায়?
গোলটেবিল বৈঠকে উপস্থিত আছেন রাত্রির নির্বাহী পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ
100% Copy-Past
বিষয়: বিবিধ
৯২২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা পাগল না অভিনয় কলাকুশলী বুঝা মুসকিল। But very entertaining.
৯৫% মানুষ যে তাদের এসব বলদামি বিশ্বাস করেনা একবারও কি এটা তাদের মাথায় আসে না?
উক্তি of the Year.
মন্তব্য করতে লগইন করুন